রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং একটি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির বিশাল বড় একটি সুযোগ । এখানে খুব সহজেই চাকরি পাওয়া যাবে কারণ এখানে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। পুরুষ অথবা মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত জেনে নিন।
পদের নাম: Group-D (Attendant)
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে। আপনি অষ্টম শ্রেণী পাস বা তার বেশি যোগ্যতা থাকলেও আবেদন করার সুযোগ পাবেন।
বয়স: আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি SC/ST ক্যাটাগরির হন তাহলে আপনি অতিরিক্ত পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিনে ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউ তাই আপনি চাকরি পেয়ে যাবেন। ইন্টারভিউ দিনে অবশ্যই আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ দিনের যেসব কাগজপত্র নিয়ে যাবেন:
1. আপনার একটি বায়োডাটা
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3.অভিজ্ঞতা সার্টিফিকেট
4.বয়সের প্রমাণ( মাধ্যমিক এডমিট কার্ড বা আধার কার্ড)
5.কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)
6. আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড
7.পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
ইন্টারভিউ এর তারিখ: ইন্টারভিউ হবে 30 ডিসেম্বর 2021 তারিখে, সময়: সকাল 10টা থেকে।
ইন্টারভিউ স্থান: Academic Building, College of Agriculture, Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian, PO-Patiram, Dist – Dakshin Dinajpur, 733133.
বেতন: এখানে আপনাকে প্রতিমাসে 9000 টাকা করে বেতন দেওয়া হবে।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।
MORE JOB NEWS: CLICK HERE