পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট বড় সুখবর। এখানে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাশ গ্রাজুয়েশন পাশে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের কলেজে non-teaching পদে গ্রুপ সি গ্রুপ ডি সহ আরো প্রচুর শূন্য পদে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো জায়গার বাসিন্দা হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। এখানে পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তো চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিন।
1. পদের নাম: এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।
ii) Candidate having experience of at least one year in Colleges/Universities.
2.পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও এখানে চাকরি করতে হলে আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
3. পদের নাম: ফাইন্যান্স অফিসার
শিক্ষাগত যোগ্যতা:i) Retired Finance Officer or retired Treasury Officer or retired Audit and Accounts Officer or retired Accounts Officer of any Central or State Sponsored University or Govermment Organization or any private establishment with at least 15 years of experience.
ii) Good academic record as per the UGC norms.
4. পদের নাম : ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। এখানে আবেদন করার আগে আপনাকে সুন্দর একটি বায়ো ডাটা বানিয়ে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ফটোকপি লাগিয়ে আপনাকে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : ALIPURDUAR UNIVERSITY, P.O. Alipurduar Court : Dist. Alipurduar ,( W. B.), Pin – 736122
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 20 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…