পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কাজের সন্ধান করে দেওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বেকার হয়ে ঘুরে বেড়ান কাজের সন্ধানে তাহলে এটি আপনার জন্য অবশ্যই দারুন একটি সুখবর। পশ্চিমবঙ্গের 23 টি জেলার এই প্রকল্প চালু হয়েছে। আপনি এখানে কাজের সুযোগ পাবেন নিজের জেলাতেই এমনকি নিজের এলাকাতে। কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে আপনি যদি কাজে যুক্ত হন বা কাজ করতে চান তাহলে আপনার কাজের উন্নতির জন্য সমস্ত রকম আর্থিক সাহায্য ও অন্যান্য সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ বিনামূল্যে, এমন কি নানান ধরনের সুযোগ সুবিধা দিবে।
রাজ্য সরকার আপনাকে স্বনির্ভর করে তোলার জন্য বা আপনি যদি কোন দোকান বা কোন অফিস খুলে কোন কাজে যুক্ত হতে চান তাহলে আপনাকে সরাসরি রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে আপনাকে দোকানের জন্য স্টল বা অফিস করে দিবে রাজ্য সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্য দান করছেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা করতে চান তাহলে আপনিও এটি করতে পারেন।
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনি অনলাইনে বা অফলাইনে দুটো পদ্ধতিতেই আবেদন করতে পারেন । এখানে আবেদন করতে হলে আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র শুধুমাত্র কর্মতীর্থ পাের্টালে অনলাইনে (www.wbkarmatirtha.org) অথবা, অফলাইনে মুখবন্ধ খামে ভরে ব্লক ডেভলপমেন্ট অফিসারকে জমা দিতে হবে। আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলােড করা যাবে অথবা সরাসরি বিডিও অফিস থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন গ্রহণের শেষ তারিখ: অফিশিয়াল নোটিফিকেশনে এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 24-12-2021 কিন্তু সেটা বৃদ্ধিপ্রাপ্ত করা হয়েছে এবং বর্তমানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 24 জানুয়ারি 2022 ।
জেলায় কর্মতীর্থগুলিতে কোথায় কত ফাঁকা স্টল আছে, তা জানা যাবে কর্মতীর্থ পাের্টাল (www.wbkarmatirtha.org এগিয়ে বাংলা (www.wb.gov.in) এবং www.myenterprisewb.in পাের্টালে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…