পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে প্রচুর পরিমাণে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Calcutta High Court Group-C Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম:
কলকাতা হাইকোর্টের তরফে যে পদে কর্মী নিয়োগ করা হয় সেটি হল-

1.Stenographer

2. Grade- C


নিয়োগকারী সংস্থা:
এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও চাকরিপ্রার্থীর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রচুর বেতন দেওয়া হবে। এখানে প্রতি মাসে চাকরিপ্রার্থীকে পেয়ে level-9 অনুযায়ী Rs. 28,900 – 74,500 টাকা করে বেতন দেওয়া হবে। অর্থাৎ সবমিলিয়ে ঘরে এখানে প্রথম অবস্থায় 32,500/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সুন্দর একটি বায়ো ডাটা বানিয়ে তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র তৈরীর ফরমাট:

1) Full name of the candidate (in capital letters)

2) Father’s/Husband’s Name

3) Category

4) Date of Birth

5) Actual age as on 01.01.2022

6) Address (Present and Permanent, along with PIN code)

7) Telephone/Mobile number (Mandatory)

8) E-mail id (Mandatory)

9) Educational Qualification

10) Other Qualification

11) Knowledge in Computer

12) Speed in Shorthand and Typewriting

13) Whether belongs to S.C./ S.T./ O.B.C (A)/O.B.C. (B)/ Persons with

Disabilities (Blindness/low vision)

14) Whether belongs to Exempted category, if yes, mention the Identity Card

Number issued from the Labour Deptt. Govt. of West Bengal

15) Present employment status, if any (with date of initial joining supported by NOC)
16) Nationality

17) Details of depositing application fees i.e. Indian Postal Order No., Date and Amount.


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আবেদন করলে আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে এই ঠিকানায় – Registrar General, High Court, Calcutta.


আবেদনের শেষ তারিখ:
যে সমস্ত চাকরি করতে কেনা আবেদন করতে ইচ্ছুক তাদের 12/04/2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।

এছাড়া চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনার নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTIFICATION : CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

MORE JOB NEWS: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগের বিশাল বড় আপডেট, তবে কি ৫০ হাজার নিয়োগ হতে চলেছে? WB Primary TET Recruitment

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…

14 hours ago

পশ্চিমবঙ্গ সরকার বেকারদের 1 লক্ষ টাকা করে দিচ্ছে গাড়ি কেনার জন্য | WB Govt GatiDhara Prakalpa

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…

4 days ago

খাদ্য দপ্তরে 4132 শূন্য পদে কর্মী নিয়োগ | FCI Job Recruitment 2024

খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…

3 weeks ago

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট নিয়ে বিশাল বড় সুখবর, আবারো নিয়োগ হবে, আবারও টেট হবে | WBBPE Primary TET Recruitment

প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…

3 weeks ago

সুখবর! দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে

দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…

4 weeks ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে মাসিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার | Govt New Scheme

এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…

2 months ago