পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB New GROUP-C Recruitment 2022

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আবারো পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ-সি পদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এই চাকরি সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে চাকরির দারুণ সুযোগ রয়েছে। প্রচুর শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার প্রতিটি বাসিন্দা অর্থাৎ পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।



পদের নাম:
এখানে গ্রুপ সি পদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। এখানে যেসব কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  • Assistant (Finance & Accounts)

  • Assistant Warden (For Girls)

  • Stenographer Grade III

  • Nurse

  • Lab Assistant 


1. Lab Assistant 


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনি যদি এখানে রিজাভ ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে প্রার্থীকে সরকারি পে লেবেল 3 অনুযায়ী প্রতি মাসে 21,300/- টাকা করে বেতন দেওয়া হবে।


2.Stenographer Grade III


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই যে কোন শাখায় শুধু মাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে। এর সঙ্গে আপনার কম্পিউটার এর দক্ষতা থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনি যদি এখানে রিজাভ ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে প্রার্থীকে সরকারি পে লেবেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500/- টাকা করে বেতন দেওয়া হবে।


3.Assistant (Finance & Accounts)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে প্রার্থীকে অবশ্যই কমার্সে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে এবং প্রার্থীকে একাউন্টিং এর কাজ জানতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনি যদি এখানে রিজাভ ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে প্রার্থীকে সরকারি পে লেবেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500/- টাকা করে বেতন দেওয়া হবে।


4.Assistant Warden (For Girls)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে প্রার্থীকে অবশ্যই কমার্সে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে এবং প্রার্থীকে একাউন্টিং এর কাজ জানতে হবে। এই পদের জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।


বয়স:
এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনি যদি এখানে রিজাভ ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে প্রার্থীকে সরকারি পে লেবেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500/- টাকা করে বেতন দেওয়া হবে।


4.Nurse


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে প্রার্থীকে নার্সিং পাস থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনি যদি এখানে রিজাভ ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে চাকরি করলে প্রার্থীকে সরকারি পে লেবেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অফলাইনে এর মাধ্যমে পাঠাতে হবে। নিচে আবেদনপত্র ডাউনলোডের লিংক দেওয়া থাকবে যেখান থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি ভালো করে ফিলাপ করে তার সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ও শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
to the Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block-LA, Plot-3B, Sector-III, Salt Lake City, Kolkata-700106


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন:

আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
আপনার পাস্পোর্ট সাইজের রঙিন ফটোকপি
আপনার কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)
আধার কার্ড অথবা ভোটার কার্ড

আরো বিস্তারিত আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারেন।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 11 মার্চের 2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে ফেলতে হবে।

আপনারা আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে- https://www.nift.ac.in/kolkata/

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা আগে ডাউনলোড করে ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY FORM : CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment