পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় একটি সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি বিশাল বড় সুখবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য মিশন এর আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন শূন্যপদে এবং বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে আরো বিভিন্ন যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল যেগুলো আপনারা বিস্তারিত ভাবে জেনে নেবেন।
আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে সরাসরি আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে আবেদন পদ্ধতি Step-by-Step আলোচনা করা হলো-
1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
2. এর পর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে ফর্ম ফিলাপ করতে হবে।
3. যাবতীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
4. এরপর প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
5. অবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রাখতে হবে।
6.পরবর্তীকালে আবেদন পত্র সহ অন্যান্য সমস্ত ডকুমেন্টস গুলো একত্রিত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না প্রথমে আবেদন করার পরে নামের তালিকা তৈরি করা হবে এবং পরবর্তীকালে তালিকা অনুযায়ী ইন্টারভিউ হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ ও অন্যান্য নাম্বার সংযুক্ত করে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-
Hospital Attendant
Laboratory Technician,
Co-Ordinator,
Senior Treatment Supervisor,
Medical Officer (MO-DTC),
Senior Medical Officer,
Medical Officer (Full Time),
Peer Support,
Kala-Azar Technical Supervisor,
Sanitary Attendant,
আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন:
2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3.পাসপোর্ট সাইজের ফটোকপি
4.সাদা কাগজের উপর নিজের সিগনেচার
5. আধার কার্ড অথবা ভোটার কার্ড
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 25 জুন 2022 তারিখ পর্যন্ত এবং আপনারা সরাসরি আবেদনপত্রটি জমা করতে পারবেন 30/06/2022 তারিখ পর্যন্ত।
আবেদন জমা দেওয়ার ঠিকানা:
The Secretary, DH & FW Samity and CMOH, South 24 Parganas, Administrative Building (2nd Floor), M.R.Bangur Hospital Complex, 241, Deshapran Sashmal Road, Tollygunge, Kolkata – 700033, W.B.
এছাড়াও চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…