পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ব্যাংকে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | WB PNB Bank Group-D Recruitment 2022

 

যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিশাল বড় একটি চাকরির সুখবর। এখানে প্রচুর বেতনে পশ্চিমবঙ্গের সরকারি ব্যাংকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর বেতনে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি (পিয়ন) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন এমনকি এখানে পুরুষ ও মহিলা সকলেই চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান এবং আবেদন করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম:
পশ্চিমবঙ্গের ব্যাংকের গ্রুপ ডি (পিয়ন) পদে যে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো পিয়ন।


বেতন:
এখানে চাকরি করতে হলে আপনাকে প্রথমে যে 14,500/- টাকা থেকে 28,145/- টাকা করে বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন তবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় শুধুমাত্র গণ্য হবে।


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে 20/05/2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।


বয়সসীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে । আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি :

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা যদি এখানে আবেদন করতে চান তাহলে চাকরিপ্রার্থীদের প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে যেটির ফরমাট নিচে দেওয়া হল। বায়ো ডাটা মধ্যে নীচের উল্লেখিত তথ্যগুলো দিতে হবে।


অফলাইনে আবেদনের ফরমাট

এখানে অনলাইনে আবেদন করার সময় চাকরিপ্রার্থীকে একটি বায়ো ডাটা বা আবেদনপত্র তৈরি করতে হবে নিচের দেওয়া ফরমাটে।
দরখাস্তের নির্ধারিত বয়ানের নমুনা (অনুগ্রহপূর্বক দরখাস্তের ওপরের অংশে ডানদিকে একটি স্ব-স্বাক্ষরিত ছবি সাঁটিয়ে দেবেন):

(১) প্রার্থীর পুরােনাম;

(২) পিতা/স্বামীর নাম;

(৩) জন্মতারিখ; ০১.০১.২০২২ তারিখের ভিত্তিতে বয়স;

(৪) স্থায়ী ঠিকানা; বর্তমান ঠিকানা;

(৫) শিক্ষাগত যােগ্যতা; পর্ষদ ও বিদ্যালয়ের নাম;

(৬) ইংরেজি ও বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান; পড়তে পারা এবং লিখতে পারা;

(৭) শ্রেণি | (এসসি/ এসটি/ ওবিসি/ সাধারণ/ ইডব্লিউএস (কাস্ট। ইডব্লিউএস শংসাপত্রের প্রতিলিপি জুড়ে করে দিতে হবে) (প্রাক্তন সেনাকর্মী হলে অতিরিক্তরূপে উল্লেখের পাশাপাশি ডিসচার্জ সার্টিফিকেটের প্রতিলিপি জমা দিতে হবে);

(৮) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর;

(৯) ধর্ম;

(১০) লিঙ্গ;

(১১) আধার কার্ড নম্বর;

(১২) প্যান কার্ড নম্বর;

(১৩) ভােটার কার্ড;

(১৪) মােবাইল নম্বর;

(১৫) ব্যক্তিগত ই-মেল আইডি;

(১৬) অন্য কোনও প্রাসঙ্গিক তথ্য;

(১৭) আবেদনের তারিখ;

(১৮) প্রার্থীর সম্পূর্ণ স্বাক্ষর।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা করবেন:

(১) জন্মের শংসাপত্র;

(২) শিক্ষাগত যােগ্যতার শংসাপত্র (১০ম ও ১২শ শ্রেণি বাের্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও পাশ সার্টিফিকেট);

(৩) সর্বশেষ যে বিদ্যালয়ে প্রার্থী পড়েছেন, সেখানকার স্কুল লিভিং সার্টিফিকেট

(৪) স্থায়ী আবাসিকতার শংসাপত্র/ রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা স্বাক্ষরিত ডােমিসাইল সার্টিফিকেট;

(৫) কাস্ট/ক্যাটেগরি সার্টিফিকেট (প্রযােজ্যমতাে);

(৬) প্যান কার্ড;

(৭) আধার কার্ড;

(৮) ভােটার কার্ড;

(৯) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড

(১০) পাসপাের্ট মাপের ছবি (চারটি);


আবেদনপত্র জমা দেওয়ার স্থান:
নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে-

 Circle Head, Punjab National Bank,Murshidabad Circle Office,
Murshidabad, , 26/11, Shohid Surja Sen Road,PO-Baharampur,Murshidabad, Pin -742101.

নিয়োগ পদ্ধতি: এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এমনকি কোনো রকম ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। সরাসরি যোগ্যতার ভিত্তিতে এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া এই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন। এখানে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে তাহলে আর দেরি না করে অবশ্যই আবেদন করে ফেলুন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment