আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন শিক্ষিত বেকার চাকরিপ্রার্থী? লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে চাকরির পরীক্ষা দিয়ে চলেছেন? কিন্তু সেখানে লিখিত পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করার দরুন তাদের সঙ্গে প্রতিযোগিতায় আজ পর্যন্ত সফল হতে পারেননি? আর সেই কারণেই বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে আসন্ন ভবিষ্যতের কথা ভেবে গভীর চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন? তাহলে ধরে নিন খুব শীঘ্রই সেই চিন্তার অবসান ঘটতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার পৌরসভা গুলিতে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ ও অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেশ কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমগ্ৰ রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের অন্তর্গত জেলা পুরুলিয়ার Mid Day Meal প্রকল্পের অধীনে বেশ কিছু সংখ্যক Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র পুরুলিয়া জেলাতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হলেও রাজ্যের যে কোনো জেলা থেকেই সকল বেকার নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রমের বিবরণ:-
উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মিনিটে অন্তত পক্ষে ৩০ টি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। উল্লেখিত শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়ার বিবরণ:-
রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রকাশিত Mid Day Meal প্রকল্পে Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে পুরুলিয়া Sub-division অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://purulia.gov.in এ প্রবেশ করতে হবে।
২) এরপর সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি আপলোড করে সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেই আবেদন পত্রটি নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে।
৪) এবং আবেদন পত্রের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জায়গায় রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৫) আবেদন পত্র ফিলাপ করা হয়ে গেলে একে একে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর ও অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) সবকিছু হয়ে গেলে পূরণ করা আবেদন পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর নির্দিষ্ট ঠিকানা ও “APPLICATION FOR THE POST OF DEO UNDER CMDMP FOR PURULIA MUNICIPALITY” লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট অফিস/ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে প্রেরন করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের উপর থাকবে ৩০ নম্বর, ইন্টারভিউয়ের উপর থাকবে ১০ নম্বর এবং কম্পিউটার টেস্টের উপর থাকবে ১০ নম্বর। এই মোট ৫০ নম্বরের মধ্যে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদের জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে এক মাসের ও বেশি সময় ধরে অর্থাৎ আগামী ২২ শে ফেব্রুয়ারি বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত।
আবেদন পত্র প্রেরণ করার ঠিকানা:-
পূরণ করা আবেদন পত্র নির্ধারিত সময়ের মধ্যে যে ঠিকানায় পাঠাতে হবে তা হল-
To,
The Sub-Divisional Officer
Purulia Sadar, At Office Of
The District Magistrate,
Purulia, PO+Dist-Purulia,
Pin-723101.
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবারো নতুন করে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এ…
Home Guard Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের…