পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে এবারে নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিপুল পরিমাণ কর্মী নিয়োগ হতে চলেছে। তাই পশ্চিমবঙ্গের সেই সব বেকার চাকরিপ্রার্থীরা যারা পয়সার অভাবে খুব বেশী দূর পর্যন্ত লেখাপড়া করতে পারেননি বলে বর্তমান যুগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সব বড়ো বড়ো দপ্তর গুলিতে উচ্চপদস্থ পদে কর্মী নিয়োগের জন্য যে সব বিজ্ঞপ্তি গুলি প্রকাশিত হয় সেখানে আবেদন করতে পারেন না কারণ তাদের অত বেশি যোগ্যতা নেই বলে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আজ আবারও আমাদের পত্রিকার তরফ থেকে একটি বিশাল বড় সুসংবাদ রয়েছে। কিন্তু কি সেই সুখবর সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে হবে।
সুখবরটি হল এই যে আমাদের রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক অফিসে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্তের নুন্যতম মাধ্যমিক পাস শুধুমাত্র বেকার মহিলারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ আবেদনকারীরা কোনো ভাবেই এখানে আবেদনের জন্য যোগ্য নন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল ।
শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-
এখানে আবেদনকারী সফল প্রার্থীদের রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক অফিসের অন্তর্ভুক্ত স্বাস্থ্য কেন্দ্র গুলিতে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ করা হবে। এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা আরও বেশি লেখাপড়া করেছেন তারাও এখানে সমান ভাবে আবেদন করতে পারবেন। এই দপ্তরে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/১/২০২২ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা ২২ বছর বয়স থেকেই আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র বিবাহিতা বা বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলারাই এখানে আবেদনের জন্য যোগ্য বাকিরা নন।
আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যে যে পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আপনাকে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে ।
২) এরপর সেখানে নীচের দিকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন সেটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার অথবা স্বামীর নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, রেশন কার্ড নাম্বার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্র জমা দেওয়ার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা
২) আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) আবেদনকারী বিবাহিতা না বিধবা না স্বামী পরিত্যক্তা তার আইনি প্রমান পত্রের একটি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করা।
৫) আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েত প্রদত্ত একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৬)কাস্ট সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) আবেদনকারীর নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন পদ্ধতি:- এই দপ্তরে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ১১/১১/২০২২ তারিখ বিকেল ৪ টে পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর বেশি দেরি না করে দ্রুত আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে গিয়ে আবেদন পত্র জমা করে দিন।