পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে হাজার হাজার কর্মী নিয়োগ, বেতন -20500 টাকা | WB Bandhan Bank Recruitment

 

বর্তমান দিনে চাকরির বাজার খুব মন্দা। এই পরিস্থিতিতে সরকারি চাকরি পাওয়া প্রায় অসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংক বেকার যুবক যুবতীদের স্থায়ীভাবে কাজের সুযোগ করে পদ্ধতি খুবই সোজা। এখানে লিখিত পরীক্ষার কোন ঝুট ঝামেলা নেই, শুধুমাত্র আবেদন করলেই ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ দিলেই চাকরি পেয়ে যাবেন। এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে এবং স্থায়ীভাবে 65 বছর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন। তাহলে আর বেকার না থেকে আজি এই চাকরির জন্য যোগাযোগ করতে পারেন।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আকর্ষণীয় ও লোভনীয় একটি চাকরির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংক। বর্তমান দিনে অন্যান্য সেক্টরে চাকরি পাওয়া খুবই কঠিন কিন্তু এখানে নূন্যতম যোগ্যতায় স্থায়ী চাকরির সুযোগ দিচ্ছে বন্ধন ব্যাংক। পশ্চিমবঙ্গে একটি নতুন করে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস চাকরি প্রার্থীরা বন্ধন ব্যাংকে আবেদন করার সুযোগ পাবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেন । খুবই সাধারণভাবে শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমেই আপনাকে নিয়োগ করা হবে এখানে। আপনি যদি ইন্টারভিউয়ে পাস করে যান তাহলে আপনার চাকরি হয়ে যাবে। সাধারণত এখানে আবেদন করলেই চাকরি হওয়ার বিরাট বড় সুযোগ থাকে। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।

পদের নাম: সমগ্র পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে ব্যাংকিং ইউনিটে (বিশেষ করে মনে রাখতে হবে যে ব্যাংক থেকে মহিলাদের লোন দেওয়া হয়) প্রথম অবস্থায় এখানে দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-

1. RELATIONSHIP OFFICER যেটাকে সংক্ষিপ্তভাবে RO বলা হয়ে থাকে। এই চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রথম অবস্থায় গ্রামীন লোন কালেকশনের দায়িত্ব দেওয়া হয়।

2.RELATIONSHIP OFFICER – SUPPER SAVER যেটাকে সংক্ষিপ্তভাবে RO-SS বলা হয়ে থাকে। এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রথমাবস্থায় দোকান দোকান লোন কালেকশন এর দায়িত্ব দেওয়া হয়।

এছাড়াও ব্যাংকিং সেক্টরে (বিশেষ করে মনে রাখতে হবে বন্ধন ব্যাংকের শুধুমাত্র ব্যাংকের মধ্যে বসে বসে কাজ করতে হবে) এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-

লোন রিকভারি,

ক্রেডিট কার্ড,

ফোন ব্যাঙ্কিং

এছাড়াও আরও বিভিন্ন ব্যাংকিং সেক্টরে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে বন্ধন ব্যাঙ্ক।

বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে নির্বাচন হবেন তাদের প্রতি মাসে 13500 থেকে 20500 টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গের যে কোন স্কুল থেকে শুধুমাত্র নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের সকল ছাত্র-ছাত্রী এখানে চাকরি করতে পারবেন। তবে যে সমস্ত চাকরিপ্রার্থী গ্রাজুয়েশন পাস করে আছেন তারাও এখানে চাকরি করার সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি: ব্যাংকিং সেক্টরে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে অনলাইনে আবেদন পদ্ধতিতে step-by-step আলোচনা করা হলো-

STEP-1: প্রথমে চাকরিপ্রার্থীদের NCS অফিশিয়াল ওয়েবসাইট https://www.ncs.gov.in -এ যান। এটি কেন্দ্র সরকারের একটি চাকরি সংক্রান্ত ওয়েবসাইট।

Step-2: এরপর চাকরিপ্রার্থীরা দেখতে পারবেন বন্ধন ব্যাঙ্ক রিক্রুটমেন্ট লেখা এরপর চাকরিপ্রার্থীদের সেই লিঙ্কের ওপর ক্লিক করুন।

Step-3: চাকরি প্রার্থীরা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে সেখানে ক্লিক করুন।

Step-4: NCS পোর্টালে রেজিস্টার করতে হবে যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন করুন।

Step-4: এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিন।

Step-5: ফর্মটা প্রিন্ট করে ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রেখে দিন।

বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটের (লোন ডিপার্টমেন্ট) চাকরি করতে হলে নিচের পদ্ধতিতে আবেদন করুন:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে অনলাইনেও আবেদন করতে পারেন কিন্তু অনলাইনে আবেদন করলে তেমন সাড়া পাওয়া যায় না। আপনি যদি অফলাইনে আবেদন করেন তাহলে আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার বায়ো ডাটা সহ আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কাগজপত্র জেরক্স করে একটি খামে ভরে আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিয়ে আসবেন। এছাড়াও আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন অথবা বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে জেনে আসবেন সেই এলাকার বন্ধন ব্যাংকের ডিভিশন অফিস কোথায় আছে। তাহলে আপনি সরাসরি ডিভিশন অফিসে গিয়েও আবেদনপত্রটি জমা দিয়ে আসতে পারেন। তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

কি কি ডকুমেন্টস জমা করতে হবে: আপনি এখানে আবেদন করতে চাইলে আপনাকে নিম্নলিখিত কাগজপত্রগুলো জেরক্স করে জমা করতে হবে-

মাধ্যমিকের এডমিট কার্ড ,
মাধ্যমিকের মার্কশীট ,
উচ্চ মাধ্যমিকের মার্কশীট ,
আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিট,
আধার কার্ড
ভোটার কার্ড
প্যান কার্ড
পাসপোর্ট সাইজের ফটোকপি
চাকরিপ্রার্থীর নিজস্ব বায়ো ডাটা

নিয়োগ পদ্ধতি: আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা করার এক মাস বা দু’মাসের মধ্যেই আপনাকে ফোন করে একটি নির্দিষ্ট দিনে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। কারণ এখানে প্রতি তিন মাস অন্তর অন্তর চাকরির জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবেন। ট্রেনিং করার কিছুদিন পরেই আপনাকে জয়নিং এর জন্য ডাকা হবে।

কাজের ধরন: লোন ডিপার্টমেন্টে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রথমত সকালে গ্রুপ লোন বা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে। এরপর আপনাকে অফিসে এসে যাদের নতুন লোন পাস হবে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। এরপর দিনশেষে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে।

ব্যাংকিং সেক্টরে চাকরি করলে সমস্ত ধরনের ব্যাংকিং কাজকর্ম যেমন খাতা খোলা, একাউন্টে টাকা জমা করা, কাস্টমারদের সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে কথাবার্তা বলা, এছাড়াও আরো যে সমস্ত ব্যাংকিং কাজ রয়েছে সেগুলো করতে হবে এবং দিনশেষে ব্যাংকিং সেক্টরে হিসেব মিলাতে হবে।

ছুটির ব্যবস্থা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সমস্ত ধরনের সরকারি ছুটি দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি রবিবার ও দুটি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে ছুটি থাকবে।

OFFICIAL WEBSITE: https://bandhanbank.com/
Source : NCS.GOV.IN
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment