আবারো বন্ধন ব্যাংক এর তরফ এ কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে বন্ধন ব্যাংক। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে কর্মী নিয়োগ করা হবে ফিন্যান্স ও ইন্সুরেন্স এর জন্য । নিয়োগ করা হবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস(NCS) এর তরফ। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে এই খবরটি ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন এবং অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি এপ্লাই লিংক দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
পদের নাম: Back Officer Assistant Finance and Insurance.
নিয়োগে স্থান: আপনাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায়। তবে আপনার এরিয়ার নিকটবর্তী স্থানে হওয়ার চান্স বেশি।
মোট শূন্যপদ: এখানে মোট 35টি শূন্যপদ রয়েছে।
আবেদনের তারিখ: আবেদন শুরু হয়েছে 25.11 2021 তারিখে এবং আবেদন 30.11.2021 তারিখ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক নিচে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে আবেদন করার পর আপনাকে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে ট্রেনিং শেষে আপনাকে চাকরি দেওয়া হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতিমাসের 14500/- টাকা থেকে 22300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…
View Comments
12pass
rajumandal87843@gmail.com