পশ্চিমবঙ্গের ব্যাংকের গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Bank Group-D Recruitment 2022

 

পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফের রাজ্যে আবারও প্রচুর সাব-অর্ডিনেটেড ক্যাডারে পিয়ন (গ্রুপ-ডি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আবারও রাজ্যে আরেকটি জেলায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আপনি যদি আবেদন করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করুন সময় খুবই সীমিত।

পদের নাম: Group-D ( পিয়ন)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।


বয়স সীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে । আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসের 14,500/- টাকা থেকে 28,545/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আবেদনের শেষ তারিখ:
এখানে আপনাকে 20 মার্চ 2022 তারিখের আগে আবেদন করতে হবে।

এছাড়া আপনি চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাবেন www.pnbindia.in এই ওয়েবসাইটে।


আবেদন পত্রের বয়ান :
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত বয়ানে আবেদন করতে হবে-

1. পুরো নাম
2.পিতার/মাতার নাম
3. জন্ম তারিখ
4.লিঙ্ক
5. ধর্ম
6. ক্যাটাগরি
7.স্থায়ী ঠিকানা
8.শিক্ষাগত যোগ্যতা
9.বাংলা ভাষার জ্ঞান -হ্যা/না
10.ইংরেজি ভাষার জ্ঞান
11.এক্সচেঞ্জ রেজিষ্ট্রেশন নম্বর  ( যদি থাকে)
12.মোবাইল নম্বর
13. আধার বা প্যানকার্ড
14.আবেদনের তারিখ ও পূর্ণ স্বাক্ষর


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারেন।


নিয়োগ স্থান:
আপনাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নদীয়া জেলায়।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

সার্কেল অফিস নদীয়া, 1/4 এল কে মৈত্র রোড, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, 741101.


আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন-

আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,
মাধ্যমিকের এডমিট কার্ড,
আধার কার্ড
ভোটার কার্ড
প্যান কার্ড
4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো,
জন্মের প্রমাণপত্র,
বাসিন্দা সার্টিফিকেট ( প্রধান বা কোন আধিকারিক এর নিকট থেকে আনতে হবে)

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডে ডাউনলোড করা অবশ্যই ভালো করে পড়বেন ।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment