পশ্চিমবঙ্গের লাইব্রেরিয়ান পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসেই নিয়োগ | WB 10 and 12 Pass Librarian Recruitment 2022

 

পশ্চিমবঙ্গে শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নতুন নতুন ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 17 ই মার্চ 2022 তারিখের মধ্যেই আপনাকে আবেদন করে ফেলতে হবে। আপনি যদি লাইব্রেরিয়ান পদে চাকরি করতে চান তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আবেদন প্রক্রিয়া ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল।


মোট শূন্যপদ
: সব মিলিয়ে এখানে মোট 50 টি শুন্য পদ রয়েছে। এরমধ্যে 35 টি রয়েছে সম্পূর্ণ নতুন প্রার্থীদের জন্য এবং 15 টি রয়েছে ডিপুটি প্রার্থীদের জন্য যারা পাবলিক লাইব্রেরি/সরকারি/স্পন্সর পাবলিক লাইব্রেরি/ পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত পাবলিক লাইব্রেরি থেকে আগত। 


শিক্ষাগত যোগ্যতা:
এখানে নতুন প্রার্থীদের আবেদন করতে হলে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং আপনি যদি ডেপুটি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।


বয়স:
এখানে আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করতে হবে, সেটি ভালো করে পড়তে হবে এবং আপনারা অফিশিয়াল নোটিফিকেশন এর নিচের দিকে আবেদনের ফরম টি পেয়ে যাবেন সেটি প্রিন্ট আউট করে এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় মাধ্যমে পাঠাতে হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন:

1.মাধ্যমিকের মার্কশীট, সার্টিফিকেট ও এডমিট কার্ডের জেরক্স

2. বসবাস পরিচয় পত্র বা ভোটার কার্ড /রেশন কার্ড /এক্সচেঞ্জ কার্ডের জেরক্স

3. কাস্ট সার্টিফিকেট এর জেরক্স (যদি থাকে)

4. আবেদনপত্রের সঙ্গে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ফটোকপি জমা দেবেন।


ডেপুটি ক্যান্ডিডেটদের জন্য নিচের দেওয়া ডকুমেন্টগুলো জমা দিতে হবে:

1) Recommendation letter of the concerned District Library Officer/ Assistant District Library Officer.

2) Original application of the incumbent.

3) Copy of the LLA’s recommendation.

4) Copy of the appointment letter of the incumbent.

5) Copy of the joining letter of the incumbent.

6) Any other relevant documents / information on the above matter.


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রটির নিন্মের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে-
To The Principal, People’s (Janata) Govt. College, Banipur, North 24 Pgs., Pin.- 743233। 


আবেদনের শেষ তারিখ:
এখানে আবেদন করতে চাইলে আপনাকে 17.03.2022 তারিখের মধ্যেই আবেদনপত্রটি জমা করে ফেলতে হবে।


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীকে 6 মাসের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

আপনি যদি আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনি অবশ্যই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment