পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ |WBIDC Recruitment Notice 2022

 

রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের তরফে  কর্মী নিয়োগ  একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- এখানে যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হল কোম্পানি সেক্রেটারি COMPANY SECRETARY .

শিক্ষাগত যোগ্যতা :- এখানে চাকরি করতে হলে চাকরি-প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাস।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

বেতন :- এখানে চাকরি করলে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭৯,১৯৫ টাকা।

নিয়োগ পদ্ধতি :- এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে কনট্রাকচুয়াল এর মাধ্যমে ১ বছরের জন্য। পরে যদি প্রার্থীদের কাজের ধরন ভালো লাগে তাহলে কাজের সময়সীমা বাড়ানো হবে।

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো।

1.প্রথমে চাকরিপ্রার্থীদের একটি সুন্দর বায়োডাটা বানাতে হবে।

2. বায়ো ডাটার মধ্যে চাকরিপ্রার্থীদের সমস্ত তথ্য যেমন- নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসিন্দার ঠিকানা, ইত্যাদি আরো সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

3. এরপর আবেদন পত্রের সঙ্গে চাকরিপ্রার্থীদের সমস্ত ধরনের ডকুমেন্ট জেরক্স করে সংযুক্ত করতে হবে।

4. এরপর আবেদন পত্রটি একটি খামে ভরে সেটি নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

5. আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে- “Application for the post of Company Secretary”. 

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

• সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
•  পাসপোর্ট সাইজের ফটোকপি
•  আধার কার্ড অথবা ভোটার কার্ড
•  অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে
• বয়সের প্রমাণপত্র

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- WBIDC Ltd . ” Protiti, 23 Abanindranath Thakur Sarani, Kolkata – 7000017.

ড্রপবক্সে আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- Ground Floor Reception of the Corporation at WBIDC Ltd . ” Protiti, 23 Abanindranath Thakur Sarani, Kolkata – 700017”

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :- ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে অতি সত্বর আবেদন করুন । এখানে আবেদন প্রক্রিয়া চলবে ২৫শে আগস্ট ২০২২তারিখ পর্যন্ত। বিকাল ৫ টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

এখানে চাকরি করতে হলে চাকরি করতে অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

5 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

6 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago