ভোট শেষ হতেই রাজ্যে শুরু হয়ে গেল নিয়োগের ঝড়। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই অনুযায়ী রাজ্যে বিপুল শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের একটি আপডেট বেরিয়ে এসেছে। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত ভাবে এই সুখবরটি জেনে নিন।
পঞ্চায়েত ভোট শেষ হতেই রাজ্যের সরকার নবান্নের তরফ থেকে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে সেই সব দপ্তরে কত শূন্য পদ হয়েছে এবং সেই সব দপ্তর থেকে ফাইনাল আপডেট হাতে আসার পরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং এই আপডেট আগামী ২ মাসের মধ্যেই চাওয়া হয়েছে। তাই জানা যাচ্ছে আগামী দু মাসের মধ্যেই রাজ্যে বিরাট নিয়োগ শুরু হতে যাচ্ছে।
ইতিমধ্যে রিপোর্ট হাতে এসেছে যেখানে বলা হয়েছে চার শ্রেণীর কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
আপার ডিভিশন অ্যাসুস্টেন্ট,
লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট,
হেড অ্যাসিস্টেন্ট ও
সেকশক অফিসার
আগামী ৩০ শে জুনের মধ্যে বিজ্ঞপ্তি পাঠানো হবে এবং যেখানে বলা হয়েছে কোন দপ্তরে কতগুলো শূন্য পদ রয়েছে। সেগুলির হিসাব চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী নিয়োগ শুরু হবে রাজ্যে।
এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ১ লক্ষ ২৫ হাজার শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন তার মধ্যে ১০ হাজারের মতো ICDS ও ১২ হাজারের মতো পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে ও এর সঙ্গে আরও গ্রুপসি গ্রুপটি ও শিক্ষক মিলিয়ে সমস্ত দপ্তর এই কর্মী নিয়োগ করা হবে।
MORE NEWS: CLICK HERE