সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একাধিক দপ্তরের পক্ষ থেকে সারা দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে ৭০০০-১০,০০০ টাকা করে স্টিপেন্ড সহ প্রশিক্ষণের মাধ্যমে গ্ৰুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর যেহেতু সারা দেশ জুড়ে এই প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই সারা ভারতের যে কোনো স্থান থেকে সকল মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এইরুপ উদ্যোগের ফলে একদিকে যেমন বেকার যুবক যুবতীরা বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন তেমনি অন্যদিকে যতদিন পর্যন্ত না তারা চাকরিতে নিযুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত ট্রেনিং চলাকালীন তাদেরকে যে স্টিপেন্ড দেওয়া হবে সেই টাকা তাদের নিজেদের ও তাদের পরিবারের আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও সহায়তা প্রদান করবে। এবারে তাহলে এই প্রশিক্ষণের বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত একাধিক দপ্তর গুলিতে যে সব শূন্যপদে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Technician Apprentice
• Graduate Apprentice
• Trade Apprentice
Trade গুলির নাম:-
এক্ষেত্রে যে যে ট্রেড গুলিতে প্রশিক্ষণ শেষে নিয়োগ করা হবে সেগুলি হল-
১) Mechanical
২) Electronics
৩) Electrical
৪) Civil
৫) Architechture
৬) Information & Technology
৭) Human Resources
৮) Finance & Accounts , etc .
এই প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া সুবিধা:-
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার পর একজন আবেদনকারী যে সব সুবিধা লাভ করবেন সেগুলি হল-
১) এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য মাত্র ১০০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে। প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো অ্যাডমিশান ফি দিতে হবে না।
২) এই প্রকল্পের আওতায় থাকা ট্রেনিদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৭০০০-১০,০০০ টাকা পর্যন্ত পদ অনুযায়ী প্রতি মাসে স্টিপেন্ড দেওয়া হবে।
৩) প্রশিক্ষণ শেষে প্রত্যেক ট্রেনিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
৪) এবং এই প্রকল্পের আওতায় থাকা ট্রেনিদের প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ করে দেবে কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে যে সব ট্রেনিরা খুব ভালো করে কাজ শিখবেন তাদেরকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্ৰাধিকার দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
কেন্দ্রীয় সরকারের অধীনে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ইচ্ছুক ও যোগ্য আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in এ প্রবেশ করতে হবে।
২) এরপর সেখান থেকে স্টুডেন্টস ইন্টার্নশিপ লিঙ্কে ক্লিক করলে এই প্রকল্পের আবেদন পত্রটি আসবে।
৩) এরপর সেই আবেদন পত্রে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ফোন নম্বর, ইমেল আইডি ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ, এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
কেন্দ্রীয় সরকারের অধীনে প্রশিক্ষণ নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে হলে একজন আবেদনকারীর যা যা যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
১) আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকারি কলেজ থেকে যে কোনো বিভাগে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে।
৩) যে সব পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পাস করে গ্ৰ্যাজুয়েশান কোর্সে ভর্তি না হয়ে ITI কোর্স করেছেন তারাও এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
৪) এখানে আবেদন করতে হলে একজন আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
আবেদন করার শেষ সময়:-
স্টুডেন্টস ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চাকরি পাওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৮/০১/২০২৩ পর্যন্ত। তাই এখনও বেশ কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা আবেদন করে ফেলুন। আর এই রকমই আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।