পশ্চিমবঙ্গের স্কুলের সরাসরি অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং গ্রুপ ডি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যে গুলো ভালো করে দেখে নেবেন।
আবেদনপত্র প্রকাশের তারিখ: এখানে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 07-03-2022 তারিখে।
পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো স্কুলের গ্রুপ-ডি(Guest GROUP-D)
নিয়োগকারী সংস্থা: এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর তরফ এ।
আবেদন পদ্ধতি: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিনে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ(walk-in-interview) দিয়ে চাকরি পেয়ে যাবেন।
বেতন: এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে রোপা পে 2019 অনুযায়ী বেতন কাঠামো আছে সেই পরিমাণে বেতন দেওয়া হবে।
ইন্টারভিউ স্থান:Office Chamber of the Additional District Magistrate (Gen). Nadia – West Bengal
ইন্টারভিউ এর তারিখ: এখানে চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে 22.03.2022 তারিখে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল 11 টা থেকে।
সর্বোচ্চ বয়সসীমা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 64 বছরের নিচে।
ইন্টারভিউ দিনে যেয়ে সব ডকুমেন্টস নিয়ে যাবেন:
নথি যাচাইয়ের জন্য নিচের দেওয়া ডকুমেন্টগুলো স্ব-প্রত্যয়িত জেরক্স কপি সহ অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন-
1. দুটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সহ বায়োডাটা।
2. সমস্ত একাডেমিক মার্ক শীট এবং সার্টিফিকেট।
3. নিয়োগ পত্র এবং অনুমোদন পত্র, যদি থাকে।
4. বয়স প্রমাণের শংসাপত্র (মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড)
6. ভোটার আইডেন্টিটি কার্ড।
7. আধার কার্ড।
8. পোস্টাল স্ট্যাম্প সহ একটি স্ব-ঠিকানাযুক্ত খাম।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।