পশ্চিমবঙ্গের স্কুলে বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষক নিয়োগ | WB School Direct Teacher Recruitment 2022

 

নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার প্রতিষ্ঠায় স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে । ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আবারো পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে চাকরির দারুন সুযোগ রয়েছে আপনার জন্য। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাই এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।


যেসব শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে:

যে যে বিষয়ে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে সেগুলি হল  –

  • ইংরেজি,
  • অংক
  • ফিজিকস


পদের নাম :
ইংরেজি শিক্ষক (English Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে গেলে ইংরেজিতে গ্রাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে।


পদের নাম :
অংক শিক্ষক (Math Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে অংক বিষয়ে শিক্ষকতা করতে গেলে অংকে গ্রাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে।


পদের নাম :
ফিজিকস শিক্ষক (Physics Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে Physics বিষয়ে শিক্ষকতা করতে গেলে Physics গ্রাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্কুলের দেওয়া ফোন নাম্বারে সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়োগ স্থান স্কুলের নাম আরো তথ্য আপনারা নিচের দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন।


Contact no-
9735990776/9593179678


ইন্টারভিউ তারিখ
: এখানে চাকরি করতে হলে আপনাকে 10 জানুয়ারি 2022 তারিখে ইন্টারভিউ স্থানের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment