পশ্চিমবঙ্গে আবারও নতুন করে প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান তাহলে আপনাকে শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা এখনো অর্জন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে দেখে নিবেন।
পদের নাম: এখানে যেসব বিষয়ে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- প্রাইমারি শিক্ষক নিয়োগ,TGT শিক্ষক নিয়োগ এবং Non Teaching Staff(Group-C) নিয়োগ।
প্রাইমারি শিক্ষক নিয়োগ
যেসব বিষয়ের নিয়োগ করা হবে : এখানে প্রাইমারি সমস্ত বিষয়ের উপর এই শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও এখানে ফিজিক্যাল এডুকেশন মিউজিক ও আর্ট টিচার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধু মাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে এবং d.el.ed অথবা বিএড ডিগ্রী থাকতে হবে।
TGT শিক্ষক নিয়োগ
যেসব বিষয়ের নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
Hindi,
English,
Maths,
Science,
Sanskrit,
Computer
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে উক্ত বিষয়ে 50% নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী পাস করতে হবে।
এছাড়াও এখানে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নিচে আলোচনা করা হলো-
কম্পিউটার ল্যাব টেকনেশিয়ান: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীরা অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারের ওপর জ্ঞান থাকতে হবে।
লাইবেরিয়ান: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই লাইব্রেরী সাইন্স নিয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে।
কাউন্সিলর: graduate with psychology with a certificate or diploma in counseling with a minimum experience of 3 years.
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 22/02/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 10/03/2022 তারিখ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে নিচে আবেদনের ফরম দেওয়া আছে সেটা আপনারা ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটির নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Army Public School Kolkata, Ballygunge Maidan Camp, Ballygunge Circular Road, Kolkata – 700019
এছাড়াও আপনারা বিস্তারিত তথ্য নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন।