পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অতিথি শিক্ষক নিয়োগ | WB School Guest Teacher Recruitment

 

আবারো পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা হতে চান তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাই এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি অনেক শিক্ষকতা করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে জেনে নিন।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন

এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। একে একে প্রতিটি বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা, বেতন ও বয়স সম্পর্কে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো।

পদের নাম : ইংরেজি শিক্ষক (English Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে গেলে ইংরেজিতে মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।


বয়স:
নোটিফিকেশনের নির্দিষ্ট করে বয়সের কোনো উল্লেখ নেই, তবে অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বয়সের পার্থী নিযুক্ত করা হয় সেটি হল – 21 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে ₹-12000/- টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : ভূগোল শিক্ষক (Geography Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ভূগোল বিষয়ে শিক্ষকতা করতে গেলে ভূগোলে মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।


বয়স:
নোটিফিকেশনের নির্দিষ্ট করে বয়সের কোনো উল্লেখ নেই, তবে অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বয়সের পার্থী নিযুক্ত করা হয় সেটি হল – 21 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে ₹-12000/- টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : Weaving Teacher


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে Weaving বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।


বয়স:
নোটিফিকেশনের নির্দিষ্ট করে বয়সের কোনো উল্লেখ নেই, তবে অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বয়সের পার্থী নিযুক্ত করা হয় সেটি হল – 21 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে ₹-12000/- টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : Rabindra Sangit


শিক্ষাগত যোগ্যতা:
Senior secondary school certificate with 50% marks or intermediate with 50% marks or its equivalent and bachelor degree in Rabindra Sangeet or equivalent from a recognized University/Institution.


বয়স:
নোটিফিকেশনের নির্দিষ্ট করে বয়সের কোনো উল্লেখ নেই, তবে অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বয়সের পার্থী নিযুক্ত করা হয় সেটি হল – 21 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে ₹-12000/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ও তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিচের দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে-
Email ID- siksha-satra@visva-bharati.ac.in


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 14 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে।


ইন্টারভিউ স্থান:
যারা সঠিকভাবে আবেদন করবেন কাদের ইন্টারভিউয়ের জন্য সিলেকশন করা হবে এবং ইন্টারভিউ স্থান ও ইন্টারভিউ তারিখ বিশ্বভারতীর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও বিস্তারিত তথ্য নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে জেনে নিন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment