পশ্চিমবঙ্গের Bank সরাসরি ইন্টারভিউ মাধ্যমে প্রচুর পরিমাণে Group-D পদে কর্মী নিয়োগ

 

আবারো পশ্চিমবঙ্গে অনেকগুলি জেলায় বিভিন্ন সার্কেলে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে প্রচুর গ্রুপ-ডি পিয়ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গে একের অধিক জেলায়। এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে নিন।


পদের নাম: গ্রুপ ডি (পিয়ন)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে উচ্চমাধ্যমিক পাস হলে নিয়োগ করা হবে। আপনি উচ্চ শিক্ষিত হলেও এখানে আবেদন করতে পারবেন তবে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার শুধুমাত্র গণ্য হবে।


বয়স:
18-40 বছর। আপনি যদি SC/ST প্রার্থী হন তাহলে আপনাকে পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া হবে এবং আপনি যদি OBC প্রার্থী হন তাহলে 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে।


বেতন:
প্রতিমাসের 14500/ টাকা থেকে 28145/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে মূল বেতনের এক-তৃতীয়াংশ বেসিক পে দেওয়া হবে। এছাড়াও আরো অন্যান্য সরকারি ভাতা প্রদান করা হবে। সব মিলিয়ে আপনার বেতন 14500 টাকা থেকে 28145 টাকার মধ্যে থাকবে।


আবেদন পদ্ধতি :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আপনাকে A4 কাগজে উপরােক্ত যােগাতামান পুরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত ও পূরণ করা দরখাস্ত পাঠাবেন যার মধ্যে দরকারি তথ্যগুলি দেওয়া থাকতে হবে:
(১) আবেদনকারীর নাম: ব্লক অক্ষরে
(২) পিতা/স্বামীর নাম
(৩) স্থায়ী ঠিকানা
(৪) মােবাইল নং
(৫) ইমেল
(৬) শিক্ষাগত যােগ্যতা (প্রমানপত্র সহ)
(৭) শ্রেণি: (প্রমাণপত্র সহ)
(৮) জন্ম তারিখ
(৯) বয়স (০১.০৭.২০২১-এ)
(১০) প্যান নম্বর:
(১১) ডান দিকে ওপরে স্বপ্রতায়িত পাসপাের্ট ছবি দিন
(১২) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (থাকলে)
(১৩) পূর্ণ স্বাক্ষর ও তারিখ


আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দেবেন:
যে সমস্ত নথির স্ব-স্বাক্ষরিত প্রতিলিপি দরখাস্তের সঙ্গে দিতে হবে, সেগুলি নিম্নরূপ:

(১) শিক্ষাগত যােগ্যতার শংসাপত্র;
(২) ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র;
(৩) বাসিন্দা সার্টিফিকেট( প্রধান অথবা কোন আধিকারিক এর কাছ থেকে নিতে হবে)
(৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(৫) পাসপোর্ট সাইজের ফটোকপি
(৬) আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ডের জেরক্স


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আপনাকে আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে নিচের এই ঠিকানায়-


Chief Manager,HRD,Punjab National Bank, CO, North 24 Parganas, 48 A,Joshor Road, Near Sethpukur,Barasat-700124.



আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ
এখানে আবেদন করতে আগ্রহী হলে আপনাকে 28 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে ।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment