পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2022 | WB ICDS ANGANWADI RECRUITMENT 2022

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান এর পর অবশেষে পশ্চিমবঙ্গের হতে যাচ্ছে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং সুপারভাইজার পদে নিয়োগ। আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়নি। তাই পশ্চিমবঙ্গে প্রচুর ICDS সেন্টারগুলো কর্মীর অভাবে বন্ধের পথে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আবার এ বছরে নতুন করে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যতদূর জানা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের সব মিলিয়ে প্রায় 10,000 শূন্য পদে ICDS কর্মী নিয়োগ করা হবে, এর সঙ্গে আরো প্রচুর পরিমাণে সহায়িকা পদের কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন উক্ত জেলার ICDS কর্মী ও সহায়িকা এবং সুপারভাইজার পদে শূন্য পদের সংখ্যা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছেন। এবং প্রতিটি জেলার প্রশাসনের কাছেই এই কর্মী নিয়োগের ব্যাপারে তথ্য জানতে চেয়েছে রাজ্য সরকার। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।


নিয়োগ সংস্থা:
Integrated Child Development Services (ICDS), West Bengal


পদের নাম:
Anganwadi Supervisor, Helper, Teacher, Worker


মোট শূন্যপদ:
এখনও জানানো হয়নি তবে ICDS কর্মী, সহায়িকা ও সুপারভাইজার সব মিলিয়ে এখানে প্রায় আনুমানিক 20,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


নিয়োগে স্থান:
এখানে সমগ্র পশ্চিমবঙ্গের নিয়োগ করা হবে। তবে আপনি যেই এলাকা থেকে আবেদন করবেন আপনাকে সেই এলাকায় অর্থাৎ আপনার একদম নিজের এলাকায় আপনার চাকরি হবে।


এখানে চাকরি শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে যে পদের জন্য আপনাকে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো হলো-


Helper:
আপনি যদি ICDS Helper পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে, দশম শ্রেণী পাস হলো আপনি এখানে আবেদন করতে পারবেন।


ICDS Workers:
আপনি যদি ICDS Workers পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।


ICDS Supervisor:
আপনি যদি ICDS Supervisor: পদে আবেদন করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র স্নাতক পাস হতে হবে।


বেতন :
এখানে প্রতিটি পদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে-


Anganwari Supervisor বেতন:
PB-3 Rs.  Great pay with 7100-37600 is 3600 rupees per month.

 Anganwari worker বেতন: এখানে আপনাকে প্রতিমাসে 7000-12000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


Anganwari Helper বেতন:
এখানে আপনাকে প্রতিমাসে 3000-4500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইতিমধ্যেই রাজ্য সরকার প্রত্যেকটি জেলায় কত পরিমাণ এর শূন্য পদ রয়েছে সে ব্যাপারে প্রতিটি জেলার প্রশাসনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে। সমগ্র জেলা থেকে তথ্য যাওয়ার পরেই পুরোপুরিভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সমগ্র পশ্চিমবঙ্গের। তবে যতদূর জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি প্রতিনিয়ত অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

নতুন করে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন, আবেদন করলে টাকা

SVM Scholarship 2024 : দিনের পর দিন রাজ্যে কমছে শিক্ষিত পড়ুয়াদের হার। আমাদের পশ্চিমবঙ্গে এমন…

2 days ago

পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ | Ruposhree prakalpa recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে একটি চাকরির সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান…

2 days ago

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন পর্ব – 5। WB India General knowledge question Answer Practice set – 5

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ…

2 weeks ago

উচ্চ মাধ্যমিক পাশেই রাজ্য দূরদর্শন কেন্দ্রে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Doordarshan Kendra Job Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। এবার নিয়োগ বিজ্ঞপ্তি…

1 year ago

৫,০০০ হাজারের বেশি শূন্য পদে স্বাস্থ কর্মী নিয়োগ | WB Health Recruitment

 চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর, রাজ্যে পুনরায় ৫,০০০ হাজারের বেশি শূন্য পদে স্বাস্থ কর্মী ( WB…

1 year ago

পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Group-C Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে…

1 year ago