পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ | Anandadhara Recruitment in West Bengal

 

পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য। এই নিয়োগ-প্রক্রিয়া মূলত করা হবে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডারের (BDSPs) পোষ্টের জন্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে ভালোভাবে জেনে নিন এবং সবশেষে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে যেটা ডাউনলোড করা আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।


পদের নাম:
বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডারের (BDSPs)


আবেদনের তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24.11.2021 থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 8.12.2021 পর্যন্ত।


নিয়োগ স্থান:
আপনাকে নিয়োগ করা হবে বাঁকুড়া জেলায়।


বয়স সীমা:
আপনার যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে।


কারা আবেদন করতে পারবেন:
শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে নিচের এই ঠিকানায়-
Project Director, District Rural Development, DRD Cell & Additional District Mission Director, District Mission Management Unit, Chandmaridanga, Bankura, 722101 at Drop-Box of DRDC, Bankura Only.


আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন:


  • ফটো আইডেন্টিটি কার্ড,

  • আপনার বসতির প্রমাণপত্র

  • বয়সের প্রমাণপত্র

  • এডুকেশনাল যোগ্যতার মার্কসিট

  • কম্পিউটার সার্টিফিকেট

এছাড়াও আপনি অফিশিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FROM: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

5 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

7 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago