পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাসে প্রচুর লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ- APPLY NOW | WB Lower Division Clerk Recruitment

 

উচ্চ মাধ্যমিক পাশের রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এটি একটি সুখবর। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং আপনারা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারেন বা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।


পদের নাম:
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1. Lower Division Clerk

2. Assistant Lecturer-cum-Assistant Instructor

3. Hindi Translator (contractual)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আপনি যদি Assistant Lecturer-cum-Assistant Instructor পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে।
আপনি যদি Hindi Translator (contractual) পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে হিন্দি টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স: আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন।


বেতন :


Lower Division Clerk :
সপ্তম পে কমিশন অনুযায়ী আপনাকে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


Assistant Lecturer-cum-Assistant Instructor:
এখানে আপনাকে প্রতিমাসে Rs.35,400 –Rs.112400/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।


Hindi Translator
: এখানে আপনাকে প্রতি মাসে 25,000/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন।


আবেদনের তারিখ:
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18 ডিসেম্বর 2021 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 20 দিন পর্যন্ত।

এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment