কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বিরাট বড় কর্মসংস্থান হতে চলেছে। করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষ কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। এই পরিস্থিতিতে বেকার যুবক-যুবতীদের কাজ দিতে মুখ্যমন্ত্রী আগ্রহ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী দেশ ও বিদেশের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে কথা বলে আমাদের রাজ্যের বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য বিভিন্ন বড় বড় শিল্পপতিদের সঙ্গে তিনি বারবার বৈঠক করছেন। তিনি জানিয়েছেন আমাদের রাজ্যের শিল্পের জন্য প্রচুর জমি রয়েছে। ইতিমধ্যে তিনি এও জানিয়েছেন বিভিন্ন বিদেশি শিল্পপতিরা আমাদের রাজ্যে শিল্প গড়ে তুলতে উৎসাহী হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসব কোম্পানিগুলো আমাদের রাজ্যে তৈরি হলে প্রচুর ছেলেমেয়েরা এখানে পার্মানেন্টলি ভাবে কাজ করার সুযোগ পাবে।
বিভিন্ন দেশীয় কোম্পানিগুলোর ইতিমধ্যেই আমাদের রাজ্যে কাজ করা শুরু করে দিয়েছে। এগুলোতো কিছুদিনের মধ্যেই কর্মসংস্থান হবে ও প্রচুর কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। কিছুদিনের মধ্যেই বাংলায় চালু হতে চলেছে রঙের কারখানা, যা নির্মাণ করছে আদিত্য বিড়লা গোষ্ঠী। আমাদের রাজ্য থেকে লিখিত পারমিশন দেওয়া হয়ে গিয়েছে এই কোম্পানিকে। গত 4 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোম্পানিকে লিখিত ছাড়পত্র দিয়েছেন। সেই মর্মে কাজ শুরু করে দিয়েছে কোম্পানি।
এইসব কোম্পানিতে প্রচুর পরিমাণে কাজের লোক নিবে। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। উচ্চশিক্ষিত থেকে শুরু করে সাধারণ সকলকে নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে। আগামী দেড় দুই বছরের মধ্যে আরো নানান ধরনের কোম্পানির তৈরি হবে এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য এমনটাই জানা যাচ্ছে।
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now