ICDS এর সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কর্মী নিয়োগ করা হবে স্পোর্টস কটায়। আইসিডিএস সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন। আপনি যদি আইসিডিএস এর চাকরি করতে চান তাহলে এই খবরটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন কারণ এখানে আইসিডিএস এর চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও সবশেষে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে যেটা পড়ে আপনারা বিস্তারিত জেনে যেতে পারবেন।
পদের নাম: ICDS সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সহ অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটি খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে নিচের দেওয়া এই ঠিকানায় আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে –
Seulipur Udayan Club,Vill- Seulipur,PO-Paschimbar, Via- Sabang, Sub-Division- Egra,PS- Bhagwanpur 1,District – Purba Medinipur, West Bengal, 721144.
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা করবেন: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রের সঙ্গে নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে-
1. প্রথমে আপনাকে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
2. আবেদনপত্রের সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের রঙিন ফটো কফি লাগাতে হবে।
3. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড।
3. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
4. কাস্ট সার্টইফিকেট (যদি থাকে)।
5. আধার কার্ড বা ভোটার কার্ড।
পশ্চিমবঙ্গের যেসব জায়গা থেকে আবেদন করতে পারবেন: পশ্চিমবঙ্গের যেসব জায়গার বাসিন্দা হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন সেই সব জায়গা গুলি হল – পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া ও পুরুলিয়া প্রভৃতি জেলা থেকে আবেদন করতে পারবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 15 ই ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত।
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনি এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের দেওয়া নাম্বারে কল করে।
Mobile No. -9434943120
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…