পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2022 পরিবেশ class 3 to 8 সমস্ত বইয়ের সংক্ষিপ্তসার PDF | WB Primary TET 2022 Preparations

 

নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি সামনে ১১ই ডিসেম্বর ২০২২ প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে এবং এই টেট পরীক্ষায় আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত পরিবেশ বই থেকে হুবহু কোশ্চেন তুলে দেওয়া হয় । তাই আপনাদের সুবিধার্থে আমরা সমস্ত বই এনালাইসিস করে বই থেকে যে সমস্ত ইমপোর্ট্যান্ট পয়েন্ট রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি এগুলো পড়েন তাহলে ১০০% আপনারা এখান থেকে কমন পাবেন। আর এগুলো পড়লে আপনাদের তৃতীয় শ্রেণীর বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার দরকার নেই। আপনাদের জন্য এবং আপনাদের সুবিধার্থে আমরা পরবর্তীকালে একে একে সমস্ত ক্লাসের পরিবেশের এরকম নোটস নিয়ে আসবো।

Class: তৃতীয় শ্রেণি

“আমাদের পরিবেশ”- বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের “শিক্ষার হেরফের” প্রবন্ধ অনুসরণের চেষ্টা করা হয়েছে।

শরীর

1) কত সালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় শ্রেণীর পরিবেশ বইটির জন্য  বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন?
উ: 2011

2) এমন কি কি কাজ করলে শরীরের সব জায়গার ব্যায়াম হয় :- সাঁতার কাটলে। এছাড়া ফুটবল, ব্যাটমিন্টন।

3) আমাদের মোট কয়টি ইন্দ্রিয় ও তাদের কাজ- আমাদের ইন্দ্রিয় পাঁচটি –

i) জীব: খাবারের স্বাদ গ্রহণ। ii) নাক:-গন্ধ শোকা। iii) কান:-শব্দ শোনা। (iv) চোখ:-দেখা।

V) চামড়া/ত্বক:-স্পর্শ অনুভব ( ঠান্ডা, গরম অনুভব)

4) এমন কি কি আছে যেগুলো খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয়:– মোচা, ব্রাহ্মী শাক, কুলেখাড়া ইত্যাদি।

5) মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ- বৃদ্ধির।

6) মানুষের মতো সামনের ‘পা’ কে হাত হিসাবে ব্যবহার করে- বানর, শিম্পাঞ্জি, কাঠ বিডালি এরা সামনের পা কে হাত হিসেবেও ব্যবহার করে আবার পা হিসেবেও ব্যবহার করে।

7) কোন খাদ্য সহজ পাচ্য অর্থাৎ হজমে সাহায্য করে : শসা ও পেঁপে।

৪) কি খেলে আমাশয় ভাল হয়:- খানকুনি পাতা।

9) নিম পাতা কোথায় ব্যবহৃত হয়:- জীবাণু নাশক হিসেবে।

10) কী রক্তচাপ নিয়ন্ত্রণ করে:- সজিনা পাতা।

11) কি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম:- ফল খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম।

12) আমাদের মুখের লালা রসের প্রধান কাজ কি:- খাদ্য হজম করা।

13) আমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো তার নাম হলো- জিভ।

14) স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়:- আঙুল, কব্জি, কনুই, কাঁধ সবেরই কাজ হয়।

15) লোহিত কণিকা কমে গেলে:- রক্তাল্পতা হয়, এটা হলে চোখের নিচে ফ্যাকাসে দেখায়।

16) টিকটিকি/গিরগিটির পায়ের সংখ্যা চার, প্রজাপতি/ফডিং পায়ের সংখ্যা ছয়।

17) কেবলই রং বদলায় কোন প্রাণী :- গিরগিটি।

18) দাঁত মাজার নিয়ম: নীচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁত থেকে নিচে।

19) আমরা ব্লেড দিয়ে না, নেইল কাটার দিয়ে নথ কার্টবো, কাটার: ইংরেজি শব্দ। নেইল POR

20) আমাদের শরীরের কোথায় নোংরা জমে? – হাতে, পায়ে, পিঠে, কানে, কনুইতে,কানে।

খাদ্য

1. ফুলকপি ফুল না কুঁড়ি?- কুঁড়ি।

2. পেঁয়াজ হল গাছের – কান্ড।

3. খোস-পাঁচড়া হতে দেয়না নিমপাতা।

4. রক্তাল্পতায় উপকারী কাঁচকলা, মোচা।

5. আমাদের দেশে আলু এসেছে- চার-পাঁচশো বছর আগে।

6. অন্য দেশ থেকে এদেশে এসেছে- আলু, টম্যাটো, লঙ্কা, আনারস।

7. আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে- আম, গোলমরিচ।

৪. প্যাকেট জাতীয় খাবার ভালো থাকে- দু-তিন মাস।

9. দুটি বিষ ফলের নাম হল- কলকে, আকন্দ।

10. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিট, গাজর।

9. ভোর পাঁচটার সময় অন্ধকার থাকে: শীতকালে। 10. গরমকালে: দিনের দৈর্ঘ্য সবথেকে বেশি হয়। শীতকালে রাত বড়ো হয়।

11. ভারত থেকে পাঠানো হয়েছিল কৃত্রিম উপগ্রহ- ইন্সটি, এছাড়াও চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্র যান ওয়ান ও চন্দ্রযান 2.

12. দূরবীন আবিষ্কার করেন: গ্যালিলিও।

13. আর্যভট্ট (ভারতীয়) প্রথম বলেন: পৃথিবী নিজের চারদিকে ঘোরে।

14. চাঁদের মাটি ও পৃথিবীর মতো অসমান গ্যালিলিও বলেছিলেন।

15. প্রথম মহাকাশে গিয়েছিল: লাইকা নামক কুকুর।

16. মানুষ হিসেবে প্রথম চাঁদে পা রাখেন- নীল আর্মস্ট্রং।

17. মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল- কিউরি সিটি।

18. শনি গ্রহে জন্য পাঠানো হয়েছিল- ক্যাসিনি।

19. ভারত থেকে প্রথম মহাকাশে যান: রাকেশ শর্মা।

20. সূর্য ও পৃথিবীর মাঝের গ্রহ বুধ, শুক্র।

আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষন

1. কাঁপুনি দিয়ে জ্বর সারাতে কুইনাইন।

2. সর্দি ও কাশি সারাতে বাসক পাতা, তুলসি পাতা।

3. আঘাত লেগে ব্যাথা সারাতে রাংচিতার ডাল।

4. কেটে গেলে সারাতে- গাঁধা পাতা, দূর্বা ঘাস।

5. পেটের অসুখ সারাতে থানকুনি পাতা।

6. জল দূষণের ফলে পেটের অসুখ ও হাতে পায়ে কালো কালো ছোপ হয়।

7. রক্ত কমে গেলে- কুলে খাড়া।

৪. বিশনয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ জাম্বজি।

9. বিশ নয় কাদের বলা- গুরু মহারাজ জাম্বজির শিষ্যরা ঊনত্রিশটা উপদেশ মেনে চলত বলে তাদের বিশনয় বলা হত।

10. চর্ম রোগ সারাতে নিম পাতা।

11. কৃমি সারাতে, রক্ত পরিষ্কার করতে কালমেঘ। 12. শুশনি শাক- স্নায়ুর অসুখ ও ঘুম না হলে।

13. কলমি শাক মাথা থান্ডা রাখতে ও ঘুম না হলে। 14. ল্যাংচা বিখ্যাত কৃষ্ণনগর (নদীয়া)

15. নতুন গুড়ের মোয়া বিখ্যাত জয়নগর (দ. ২৪ পরগনা)

16. মিহিদানা, সীতাভোগ বিখ্যাত কোন জেলায় বিখ্যাত- বর্ধমান।

17. হিমালয়ের নীচে যে বন আছে তাকে বাঁচাতে কে এগিয়ে এসেছিল? এগিয়ে এসেছিল সুন্দর লাল বহুগুণ।

13. চিপকো আন্দোলন কী? – ১৯৭৩ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশের গাড়োয়াল গ্রামে গাছকাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে, যা চিপকো আন্দোলন নামে খ্যাত।

14. চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখ- সুন্দর লাল বহুগুণা, 14. চণ্ডীপ্রসাদ ভট্ট।

15. চিপকো আন্দোলন সম্পর্কে বিস্তারিত তথ্য: চিপকো আন্দোলন হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘ দিন ধরে চলে আসছিল, এর ফলে ঐ অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, ১৯৭৩ সাল নাগাদ গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলি জড়িয়ে ধরে, ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়।

16. চিপকো কথাটির অর্থ- কিপকো কথার অর্থ হলো আলিঙ্গন করা, জড়িয়ে ধরা।

17. আরাবারি জঙ্গল কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলায়।

18. আরাবারি জঙ্গলে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিল অজিত কুমার ব্যনার্জি।

19. মফলং পবিত্র বনভূমি- মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে।

20. মফলং পবিত্র বনভূমি গাছ দেখা যায়- কুর্জি এবং নানা ধরনের ঔষধের গাছ।

21. খাসি–জন্তিয়া পাহাড়ে মাঝে মফলং পবিত্র বনভূমি জঙ্গল আছে।

এই ধরনের নিত্য নতুন আপডেট এবং টেট পরীক্ষার প্রিপারেশন নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সমস্ত বইয়ের আপডেট আপনারা একে একে পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে।


TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগের বিশাল বড় আপডেট, তবে কি ৫০ হাজার নিয়োগ হতে চলেছে? WB Primary TET Recruitment

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…

20 hours ago

পশ্চিমবঙ্গ সরকার বেকারদের 1 লক্ষ টাকা করে দিচ্ছে গাড়ি কেনার জন্য | WB Govt GatiDhara Prakalpa

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…

4 days ago

খাদ্য দপ্তরে 4132 শূন্য পদে কর্মী নিয়োগ | FCI Job Recruitment 2024

খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…

3 weeks ago

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট নিয়ে বিশাল বড় সুখবর, আবারো নিয়োগ হবে, আবারও টেট হবে | WBBPE Primary TET Recruitment

প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…

3 weeks ago

সুখবর! দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে

দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…

4 weeks ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে মাসিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার | Govt New Scheme

এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…

2 months ago