পশ্চিমবঙ্গ ২০২২ প্রাইমারি টেট এর নতুন সিলেবাস, 100% পাস করবেন টেটে- বিস্তারিত দেখুন

 যারা ২০২২ প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি সুখবর। আপনারা প্রাইমারি টেট পরীক্ষায় বসার আগে অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাইমারি সিলেবাসটি বিস্তারিতভাবে দেখে নিন। এই সিলেবাসটি দেখে এবং এই অনুযায়ী পড়াশোনা করলে আপনারা ১০০% পরীক্ষায় পাশ করবেন।

1. বাংলা। (30 MARKS)

A. বাংলা ব্যাকরণ

• ধবনি-বর্ণ-বর্ণ বিশ্লেষণ

• সন্ধি

• পদ

• সম্বন্ধপদ

• ক্রিয়ার কাল

• ধ্বন্যাত্মক শব্দ ও শব্দ দ্বৈত

• লিঙ্গ

• বচন

• পুরুষ

• উপসর্গ-অনুসর্গ

• বাক্য

• পদ-পরিবর্তন

• বিপরীত শব্দ

• সমার্থক শব্দ

• প্রায় সমােচ্চারিত ও সমােচ্চারিত

• ভিন্নার্থক শব্দ

• এককথায় প্রকাশ

• বানানবিধি

• ছেদ-যতি

B. বােধ পরীক্ষণ

C. বাংলা ভাষা বিকাশের শিক্ষণবিদ্যা

2. English (30 MARKS)

A. English Grammar

• SUBJECT AND PREDICATE

• ARTICLES

• PREPOSITIONS

• NOUNS

• VERBS AND TENSES

• ADJECTIVES

• ADVERBS, PRONOUNS & CONJUNCTIONS

• VOCABULARY

• PUNCTUATIONS & WH-WORDS

B. Comprehension Test

C. Pedagogy for English Language

3. শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা (30 MARKS )

A. শিশু বিকাশ

• (i) বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে এর সম্পর্ক

• (ii)শিশুদের বিকাশের নীতি

• (iii) বংশগতি ও পরিবেশের প্রভাব

• (v) সামাজিকীকরণ প্রক্রিয়া : সামাজিক জগত এবং শিশুরা (শিক্ষক। পিতামাতা, সমবয়সী)

• (v) পাইগেট। কোহেলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি

• (vi) শিশু -কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা

• (vii) বুদ্ধিমত্তার চুক্তির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি

• (viii) বহুমাত্রিক বুদ্ধিমত্তা

• (ix) ভাষা ও চিন্তা

•  (x) লিঙ্গ একটি সামাজিক গঠন হিসাবে। লিঙ্গ ভূমিকা। লিঙ্গ – পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলন।

• (xi) শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, বর্ণ, লিঙ্গের বৈচিত্র্যের উপর ভিত্তি করে পার্থক্য বোঝা , সম্প্রদায়, ধর্ম।

• (Xii) শেখার জন্য মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল -ভিত্তিক মূল্যায়ন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন দৃষ্টিভঙ্গি এবং অনুশীলন

• (xii) শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য যথাযথ প্রশ্ন প্রণয়ন

B. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থবােধ

C. শিখন ও শিক্ষণবিদ্যা

4. গণিত (30 MARKS)

• অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা

• বর্গ বর্গমূল, ঘন-ঘনমূল

• ভগ্নাংশ

• দশমিক ও আবৃত্ত দশমিক

• সরলীকরণ।

• গড়

• লসাগু এবং গসাগু

• অনুপাত ও সমানুপাত

• শতকরা

• লাভক্ষতি

• সময় ও কার্য

• সময় ও দূরত্ব

• অংশীদারি কারবার

• মিশ্রণ

• সরল সুদ

• জ্যামিতি

• পরিমিতি

• ঘড়ি ও সময়

• ক্যালেন্ডার

• রিজনিং

5. পরিবেশবিদ্যা (30 MARKS)

• মানবদেহ ও অন্যান্য প্রাণীর শরীর

• খাদ্য ও খাদ্য উৎপাদন

• প্রাকৃতিক সম্পদ—খনিজ ও

• শক্তি সম্পদ

• পরিবেশের উপাদান ও জীবজগৎ

• পশ্চিমবঙ্গ

• পরিবেশ ও বনভূমি

• জনবসতি ও জনসম্পদ

• সমাজ ও সামাজিক সম্পদ

• মহাকাশ ও পৃথিবী

• আধুনিক সভ্যতা, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ

• পরিবেশ শিক্ষণবিদ্যা

আপনারা সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে অবশ্যই প্রাইমারি টেট পরীক্ষায় পাস করবেন। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হলে আপনারা যে সমস্ত বই পড়বেন তার লিংক নিচে দেওয়া হল এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত প্রাইমারি টেটের বুক লিস্ট দেখে নিতে পারেন।


PRIMARY TET BOOKLIST:CLICK HERE

Leave a Comment