পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ কর্মী নিয়োগ | PNB JOB RECRUITMENT 2022

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনসহ 10 জনুয়ারি 2022 তারিখ পর্যন্ত। আপনি যদি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তবে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য গুলো নিচে দেওয়া হল জেনে নিন।


নিয়োগ সংস্থা:
এখানে আপনাকে নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB ) অধীনে।


পদের নাম:
এখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পদটি বেছে নিয়ে তারপরে সেই পদের জন্য আবেদন করতে। এখানে যেসব পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

*চিফ টেকনিক্যাল অফিসার (CTO

*চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO)

*চিফ ডিজিটাল অফিসার (সিডিও)

*প্রধান ঝুঁকি কর্মকর্তা (CRO)

*চিফ কমপ্লায়েন্স অফিসার (CCO)

*প্রধান আর্থিক কর্মকর্তা (CFO)


বয়স
: এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 45 বছর।


নিয়োগ পদ্ধতি:
আবেদন করার পরে এখানে প্রথমে আপনাকে শর্ট লিস্টেড করা হবে এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। গ্রাজুয়েশন পাশ থেকে এখানে আবেদন করার সুযোগ রয়েছে।


আবেদন পদ্ধতি:
আপনাকে আবেদনপত্রটি prescribed format জমা দিতে হবে। আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল – www.pnbindia.in

আপনাকে আবেদনপত্রের সঙ্গে নিচের দেওয়া ডকুমেন্টগুলো জমা করতে হবে ।

Proof of date of Birth

Educational Certificates/Mark Sheets

Relevant Experience certificates (containing area and period of service)

Curriculum Vitae (CV)


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
“APPLICATION FOR THE POST OF <<POST NAME (you are applying for) >>” and be submitted to:

“GENERAL MANAGER-HRMD
PUNJAB NATIONAL BANK
HUMAN RESOURCE DIVISION
1ST FLOOR, WEST WING, CORPORATE OFFICE SECTOR 10, DWARKA
NEW DELHI -110075”


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে আপনাকে 10 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment