পুজোর আগেই প্রাইমারি টেট এর রেজাল্ট । আবারো হবে নতুন টেট

 

অবশেষে প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর চলে এলো। পুজোর আগেই বের হতে যাচ্ছে প্রাইমারি টেট এর রেজাল্ট এমনটাই জানানো হয়েছে। পুজোর আগের রেজাল্ট বের করে তড়িঘড়ি পুজোর পরেই অর্থাৎ 2022 এর মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন রেজাল্ট বের করার আগে অ্যানসার শীট ওয়েব সাইটে পাবলিস্ট করে দেওয়া হবে এবং তারপরেই রেজাল্ট বের করা হবে যাতে রেজাল্ট নিয়ে পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন কনফিউশন তৈরি না হয়।


এবছর যে নিয়োগ-প্রক্রিয়া হবে সেটি সম্পূর্ণ স্বচ্ছ এখানে কোনো অনিয়ম হবে না এবং মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

 তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবার নতুন টেট এর জন্য প্রস্তুতি নিতে পারে রাজ্য সরকার এমনটা অনুমান করা হচ্ছে । এ বছর যারা টেটে আবেদন করতে পারেনি তাদের কথা মাথায় রেখেই পরবর্তীতে আবার নতুন টেট আয়োজন করা হবে এবং সেখানে সমস্ত d.el.ed ও b.ed প্রার্থীরাও বসতে পারবে ।

Leave a Comment