পোস্ট অফিসের নতুন এই স্কীমে আবেদন করলেই ১০ লক্ষ টাকা পাবেন সকলেই | Post Office New Scheme


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ। মন্দিরে মন্দিরে মায়ের বিষর্জন আপামর বাঙালির মনে মন খারাপের বার্তা বয়ে এনেছে। তবে এখন ই এতটা মন খারাপের কিছু নেই। কারন সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলিতে আমাদের সারা দেশ আলোর সাজে সেজে ওঠে। তবে এই বছর দীপাবলি আমাদের দেশের নাগরিকদের জন্য আরও বেশি করে আনন্দের হয়ে উঠতে চলেছে। আমাদের দেশের প্রতিটি পোস্ট অফিসের পক্ষ থেকে দীপাবলি উপলক্ষে ধনতেরাস ধনবর্ষা স্কিম চালু করা হয়েছে। এখন তাহলে এই ধনতেরাস ধনবর্ষা স্কিম আসলে কি, এর মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিই।

ধনতেরাস ধনবর্ষা স্কিম আসলে কি?

এই স্কিমটি মূলত আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট হলেও আমাদের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় জেলায় অবস্থিত প্রত্যেক পোস্ট অফিস গুলির মাধ্যমে এই স্কিমটি পরিচালিত হবে। এই স্কিম অন্য সমস্ত স্কিমের থেকে এই কারনেই আলাদা কারন এই স্কিমে আপনি এককালীন ৪লক্ষ ৫০,০০০ টাকা ডিপোজিট করলে ৩ বছর পর আপনি সুদে আসলে মিলিয়ে মোট ১০ লক্ষ টাকা পাবেন। তাহলে মোটের উপর এটাই দাঁড়াচ্ছে যে আপনি মাত্র ৩ বছরের জন্য এই স্কিমে টাকা বিনিয়োগ করলে প্রতি বছর ৫.৫% হারে প্রতি বছর ১লক্ষ ৫১হাজার টাকা করে সুদ হিসেবে ৩ বছর পর ১০লক্ষ টাকা পাবেন।

এই স্কিমে আবেদন করার পদ্ধতি:-

১) এই স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের অধীনস্থ Time Deposit Account খুলতে হবে।

২) এরপর বিনিয়োগকারী কত বছরের জন্য এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান ১,২,৩ নাকি ৫ বছরের জন্য সেটি বাছাই করতে হবে।

২) তারপর সেই Account এ ৪ লক্ষ ৫০,০০০ টাকা ডিপোজিট অর্থাৎ বিনিয়োগ করতে হবে।

এই স্কিমে টাকা বিনিয়োগের জন্য নুন্যতম বয়স:-

এই স্কিমে টাকা বিনিয়োগ করতে হলে অর্থাৎ এই স্কিমের সুবিধা পেতে হলে বিনিয়োগকারীর নুন্যতম বয়স হতে হবে ১০ বছর। তবে যাদের বয়স ১০ বছরের নীচে তারা তাদের অভিভাবকদের দায়িত্বে এই পরিষেবা ভোগ করতে পারবেন।

হলে দেরি না করে আজই আবেদন করুন এবং এই সুবিধা উপভোগ করুন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়মিত নিত্যনতুন প্রকল্প ও চাকরির আপডেট আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, তাই আপনারা এ ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিট করবেন।



MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নতুন নতুন এই ধরনের প্রকল্প সম্বন্ধে আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment