প্রচুর বেতনে পশ্চিমবঙ্গের ব্যাংকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | WB Bank Group-D Recruitment 2022

 

প্রচুর বেতনে পশ্চিমবঙ্গের ব্যাংকের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য দারুন একটি সুবর্ণ সুযোগ। প্রচুর বেতনে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন এমনকি এখানে পুরুষ ও মহিলা সকলেই চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান এবং আবেদন করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম:
পশ্চিমবঙ্গের ব্যাংকের গ্রুপ ডি পদে যে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো পিয়ন।


বেতন:
এখানে চাকরি করতে হলে আপনাকে প্রথমে যে 14,500/- টাকা থেকে 28,145/- টাকা করে বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন তবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় শুধুমাত্র গণ্য হবে।


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে 28 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।


বয়স সীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে । আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি :

যেসব চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন  http://pnbindia.in/ 

আপনি যদি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রটির নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে-“Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan – 713103” এই ঠিকানায়।


অফলাইনে আবেদনের ফরমাট

এখানে অনলাইনে আবেদন করার সময় চাকরিপ্রার্থীকে একটি বায়ো ডাটা বা আবেদনপত্র তৈরি করতে হবে নিচের দেওয়া ফরমাটে।
1.Name

2.Father’s Name

3. Date of Birth

4. Age as on 01.01.2022

5.Educational qualifications along with date of passing from 10th standard onwards and percentage of marks obtained in 10 th and 12th

6. Details of present educational course, if
any, being pursued.

7. Caste, Category & Religion

8. Address for communication

9.Permanent Address

10. Place of domicile a. Village b. Taluk c. District

11. Language Known (reading/writing)

12. Mobile/Land Line No.

13. Email id

14. Present employment
details

15. Any other relevant information


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা করবেন:

1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড

2. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3.পাসপোর্ট সাইজের ছবি 2 কপি

4.আধার /ভোটার কার্ড

5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া এই অফিশিয়াল ওয়েবসাইট টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন। এখানে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে তাহলে আর দেরি না করে অবশ্যই আবেদন করে ফেলুন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: http://pnbindia.in/
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment