প্রধানমন্ত্রী কৃষি জল যোজনায় পশ্চিমবঙ্গের নতুন করে DEO কর্মী নিয়োগ | WB PMKYS Govt Job Recruitment

 

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে একটি বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনায়(PMKYS) প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দায় আবেদন করার সুযোগ পাবেন। এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে এবং আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদনের সুযোগ পাবেন এমনকি পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই কর্মী নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন স্থানের বাসিন্দায় আবেদন করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন তাদের পশ্চিমবঙ্গের মধ্যেই চাকরি করতে হবে। এই চারটি সম্বন্ধের নিচে বিস্তারিত তথ্য ভালোভাবে উল্লেখ করা হলো এবং সবশেষে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো যেগুলো ভালো করে দেখে নেবেন।

পদের নাম: প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা(PMKYS) আওতায় মূলত এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি নিচে একে একে উল্লেখ করা হলো-

1. ডাটা এন্ট্রি অপারেটর( DEO)

2. হিসাবরক্ষক(ACCOUNTANT)

3. সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট( Subject Matter Specialist)

নিয়োগ কারী সংস্থা: মূলত পশ্চিমবাংলার জেলা ভিত্তিক কৃষি ও জল শেষ দপ্তরের তরফ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মী নিয়োগ করা হবে প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার(PMKYS) আওতায়।

আবেদন পদ্ধতি: এখানে মূলত চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা Step by Step নিচে আবেদন পদ্ধতি ভালো করে দেখে নেবেন-

1. প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে।

2. এরপর আবেদন পত্রের সমস্ত তথ্য ভালোভাবে ফিলাপ করতে হবে।

3. আবেদনপত্রের উপরে ডানদিকে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং নিচের ডানদিকে চাকরিপ্রার্থী নিজস্ব সিগনেচার করতে হবে।

4. এরপর আবেদন পত্রের সঙ্গে নিচের দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জেরক্স করে সংযুক্ত করতে হবে।

5. সবশেষে আবেদন পত্রটি একটি মুখবদ্ধ খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

1.চাকরি-প্রার্থীদের সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2. মাধ্যমিকের এডমিট কার্ড

3.বয়সের প্রমাণপত্র

4.পাসপোর্ট সাইজের ফটোকপি

5.আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স

6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

নিয়োগ পদ্ধতি:  যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে সঠিকভাবে আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এ পাস করার পর চাকরিপ্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং পরবর্তীকালে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা:

যে সমস্ত চাকরি-বাকরি ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করবেন তাদের ন্যূনতম গ্রাজুয়েশন হবে যে কোন শাখায় সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।

হিসাবরক্ষক হিসেবে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে কমার্স বিষয়ে অথবা অ্যাকাউন্টের যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

বয়স: এখানে সমস্ত বয়সে চাকরি প্রার্থীর আবেদনের সুযোগ পাবেন সর্বোচ্চ এখানে ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি- প্রার্থীরা বেদন করতে পারবেন।

বেতন: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে।

সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতি মাসে 25,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

হিসেব রক্ষক পদে চাকরি করলে চাকরি-পাট থেকে প্রতি মাসের 10,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতি মাসে 7,500/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এখানে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে সরাসরি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৮/৮/২০২২ তারিখ পর্যন্ত।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Project Manager, WCDC, Paschim Bardhaman & Deputy Director of Agriculture, Soil & Water Management, Burdwan, Krishi Bhavan, 4th Floor, DSF Campus, Kalna Road, Purba Bardhaman, WB, PIN- 713101.

চাকরি প্রার্থীরা যদি এই চাকরি জন্য আবেদন করতে চান এবং এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।


OFFICIAL NOTICE:CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment