রাজ্যের টেট চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও দুটি নতুন খুশির খবর জানানো হল। এই সবেমাত্র গত ১০ ই ফেব্রুয়ারি প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এতো কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ায় খুবই আনন্দিত হয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে শুধু যে তাড়াতাড়ি ফলাফল প্রকাশিত হয়েছে তাই নয়। প্রাইমারী টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরের দিনই অর্থাৎ গত ১১ ই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আরও দুটি নতুন খুশির খবর জানানো হয়েছে। যা শোনার পর যে সব চাকরিপ্রার্থীরা প্রাইমারী টেট ২০২২ এ সফল হতে পারলেন না তারা পুনরায় আশার আলো দেখতে পেলেন। যারা এখনো পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে জানানো এই সুখবর দুটির বিষয়ে জানেন না বিশেষ করে তাদের জন্য রইল আমাদের আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে সুখবর দুটির বিষয়ে জেনে নিন।
২০২২ এর ১১ ই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারী টেট পরীক্ষা। সেদিন অত্যন্ত সুষ্ঠ ভাবেই এই পরীক্ষা সুসম্পন্ন হয়েছিল বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। এবং তাতে পরীক্ষার্থীরাও সায় দিয়েছেন। তারা বলেছেন যে এই বছরের মতো এতো সুষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে টেট পরীক্ষা দেওয়ার সুযোগ তারা আগে কখনো পাননি। এমনকি আগের বারের মতো এবছরেও টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে পরীক্ষার্থীরা খুবই দুশ্চিন্তায় ছিলেন কিন্তু এবারে সেরকম কোনো দুর্নীতি ঘটেনি বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। এতো সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া তার উপরে এতো কম সময়ের মধ্যে এতো স্বচ্ছতার সহিত ফলাফল প্রকাশ করে দেওয়া এই সবকিছুই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর রাজ্যবাসীর তৈরি হওয়া সন্দেহকে সম্পূর্ণ রুপে ভুল বলে প্রমান করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
গত ১১ ই ডিসেম্বর ২০২২ এ প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ঠিক তার ২ মাসের মাথায় ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং এতে খুবই প্রসন্ন হয়েছেন চাকরিপ্রার্থীরা। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল একথা ও পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে ২০২৩ সালের শেষ দিক নাগাদ পুনরায় রাজ্য জুড়ে প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা সব প্রকার আইনি ব্যবস্থা মেনেই হবে। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে এবার থেকে বছরে দু’বার করে পশ্চিমবঙ্গে প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তার জন্য অবশ্যই শিক্ষা দপ্তরকে অনুমতি দিতে হবে তবেই তা কার্যকর করা সম্ভব হবে। এবং তার জন্য ইতিমধ্যেই প্রাইমারী শিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যাড হক কমিটির কাছে এই উদ্যোগ কার্যকর করার জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অ্যাড হক কমিটির কাছ থেকে একবার সবুজ সংকেত মিললেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়টি কার্যকর করার জন্য অনুমতি চাইবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তবে ২০২৩ এর শেষের দিকে আবার যে পুনরায় রাজ্য জুড়ে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তা ঠিক কবে নাগাদ হবে সেই বিষয়ে এখনো পর্ষদের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অ্যাড হক কমিটির কাছ থেকে অনুমতি মিললে পরবর্তীতে শিক্ষা দপ্তরের সঙ্গে এই বিষয় নিয়ে একটি বৈঠক করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পরেই পরবর্তী টেট পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে স্পষ্ট ভাবে জানানো সম্ভব হবে।
রাজ্যের প্রাইমারী শিক্ষক চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে শুধুমাত্র প্রাইমারী টেটে পাস করলেই যে প্রাইমারী শিক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হওয়া যাবে এমনটা একেবারেই নয়। যেমন অন্যান্য সব দপ্তরের ক্ষেত্রে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ঠিক তেমনই প্রাইমারী টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রাইমারী স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চাকরিপ্রার্থীদের সেখানে আবেদন জানাতে হবে। তারপরেই চাকরি মিলবে। তবে ২০২২ এর টেট পরীক্ষার ফলাফল গত ১০ ই ফেব্রুয়ারি প্রকাশিত হলেও এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কবে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে আগামী কিছু দিনের মধ্যেই পরিষদের তরফ থেকে তাদেরকে চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থা করা হবে এবং সেই সঙ্গে ২০২৩ এর শেষের দিকে পরবর্তী যে প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সঠিক তারিখ ও জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…