RRB Group D CBT 1 Exam 2022: ফের বাতিল হতে চলেছে RRB Group-D পরীক্ষা। দীর্ঘ আন্দোলন ও নানান ঝামেলার পর অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে RRB Group-D পরীক্ষা নেওয়ার কথা ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে। 2019 সালে ফরম ফিলাপ করা হলেও করোনা পরিস্থিতির কারণে ও লকডাউন থাকায় রেলওয়ে বোর্ডের তরফে গ্রুপ ডি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অবশেষে 2022 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও আবার করোনা পরিস্থিতি তৈরি হওয়ার রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের রেলওয়ে গ্রুপ ডি এর পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে।
পরীক্ষা আবার বাতিলের পথে
ইতিমধ্যেই এখানে প্রায় 1 কোটিরও বেশি চাকরি প্রার্থী আবেদন করেছে যার মধ্যে প্রায় লক্ষাধিক গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে রেলওয়ে এরিকুটমেন্ট বোর্ডের তরফে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আগামী 23 শে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে অনলাইনে গ্রুপ ডি CBT 1 পরীক্ষা শুরু হবে। সেই অনুপাতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রস্তুতি নিয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য। তবে ইতিমধ্যেই আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসায় পরীক্ষা আবার বাতিলের পথে।
চালু হয়েছে নতুন বিধি নিষেধ
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ আরো গোটা দেশের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি এই সমস্ত স্থানে প্রচুর পরিমাণে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্য সরকারের নতুন নতুন বিধি-নিষেধ চালু করছে যেখানে ইতিমধ্যেই নাইট কার্ফু চালু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের(RRB) তরফ থেকে যা বলা হয়েছে
ইতিমধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে নোটিফিকেশন জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার দিনক্ষণ আপাতত টেন্টাটিভ। নোটিশ স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের করো না নিয়ে যে নতুন বিধি-নিষেধ ও গাইডলাইন সেটা সম্পূর্ণভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনুসরণ করবে এবং রাজ্য ও কেন্দ্রের কথামতোই করণা পরিস্থিতি মেনে প্রয়োজন হলে পরীক্ষা নেওয়া হবে, আর যদি এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।
বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে প্রতিদিন করণা ঊর্ধ্বমুখী এবং হুহু করে করোনার পজিটিভ কেস সামনে আসছে। এই পরিস্থিতিতে আবারও সমগ্র রাজ্য তথা সমগ্র ভারতবর্ষের লকডাউন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কথা আর আর বি রিক্রুটমেন্ট বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। এই অফিশিয়াল নোটিফিকেশন টি আপনার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এছাড়াও আমরা এই নোটিফিকেশনের নিচে দিয়ে দেবো যেখান থেকে ক্লিক করে আপনার বিস্তারিত ব্যাপারটা জেনে নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট : rbcdg.gov.in
অফিশিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন