বছর শেষে জোড়া সুখবর সরকারি কর্মীদের, একসঙ্গে বাড়ছে বেতন ও DA, জেনে নিন কবে | WB Govt Job Employee Update

নতুন বছরের শুরুতেই জোড়া সুখবর অপেক্ষা করছে সকল সরকারি কর্মচারীদের জন্য। আসন্ন নতুন বছরের জানুয়ারি মাস থেকেই সারা দেশের সকল সরকারি কর্মচারীদের বেতন ও DA দুটোই একসাথে বাড়বে বলে সাফ জানিয়ে দিলেন সরকার। সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মীরাও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন। সেই কারণেই বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে দেশের প্রতিটি মানুষের যা অর্থনৈতিক হাল তাতে করে এই সুখবরটি শোনা মাত্রই এক মূহুর্তের মধ্যে তাদের মনে যে আনন্দের ঢেউ দুকূল ছাপিয়ে যাবে তা বলাই বাহুল্য।  এবার থেকে কেন্দ্র সরকার যেমন ডিএ পেয়ে থাকে ঠিক সেরকম রাজ্য সরকারও DA পাবে এবং তাদের সমস্ত বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে।

       আগামী নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি মেনে নিয়ে নতুন পে কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন চালু করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দেশের প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মী তাদের আগের পাওনা ৩৪% ষষ্ঠ পে কমিশনের উপর আরো ৪% বেশি হারে ৩৮% হারে দেওয়া সপ্তম পে কমিশনের সুবিধা লাভ করছেন। তার উপরে আবার আগামী বছরের জানুয়ারি মাস থেকে অষ্টম পে কমিশন কার্যকর হলে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত DA এর পরিমাণ সপ্তম পে কমিশনের ৩৮% এর উপর আরো ৪% বেড়ে  দাঁড়াবে ৪২% এ। 

          সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এইটাই যে দেশ একটা কিন্তু তার সরকার দুরকম। একদিকে কেন্দ্রীয় সরকার যে না চাইতেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মীদের নিয়ম মেনে প্রতি বছর দুবার করে DA বা মহার্ঘ্য ভাতা দিয়ে চলেছেন অন্যদিকে আমাদের রাজ্য সরকার যে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া DA আদায়ের জন্য আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের প্রাপ্য বকেয়া DA তাদের মেটায়নি। আর তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই হারে DA অর্থাৎ মহার্ঘ্য ভাতা বাড়ছে দেখে রাজ্য সরকারি কর্মীরা দিনে দিনে এতটাই রেগে উঠেছেন যে তারা এবার হাই কোর্ট ত্যাগ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিচ্ছেন। আর তার ফলে যে বেশ বড়সড় একটা আসন্ন বিপদ  আমাদের রাজ্য সরকারের দুয়ারে কড়া নাড়ছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই।

       গত দু’বছর অর্থাৎ ২০২০ ও ২০২১ সাল ধরে করোনা নামক ভয়ঙ্কর মহামারী সারা দেশ জুড়ে দাপিয়ে বেড়ানোর কারনে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বিসহ হয়ে পড়েছিল যে সেই সময়ে দাঁড়িয়ে সরকারি কর্মীদের প্রাপ্য DA বা মহার্ঘ্য ভাতা সঠিক সময় মতো প্রদান করা সম্ভব হয়নি। আর তাই চলতি বছরে পরিস্থিতি আগের তুলনায় বেশ অনেকখানি উন্নত হওয়ায় সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের আনুমানিক অক্টোবর মাস নাগাদ একবার সপ্তম পে কমিশন অনুযায়ী ৩৮% DA বাড়ানো হয়েছে আবার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাস থেকেই নতুন পে কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন পাস করে তাদের DA এর পরিমাণ ৩৮% থেকে বাড়িয়ে ৪২% করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার ফলে সর্বনিম্ন বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে পাওয়া বেতনের উপর ৭২০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে পাওয়া বেতনের উপর ২২৭৬ টাকা করে বাড়বে। আর সেই কারণেই আসন্ন নতুন সাল ২০২৩ সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবনকে নতুন আলোয় আলোকিত করে তুলবে বলে আশা করা হচ্ছে।



MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

4 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

5 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago