বাংলার এই সব জেলায় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

 

বর্ষা এখনো পুরোপুরি আসেনি বাংলায় । তবে আজ রাত থেকেই কলকাতাসহ বাংলার বিস্তীর্ণ এলাকা ভিজতে চলেছে প্রবল বৃষ্টিতে।যদিও আজ সারাদিনে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে , ১১ জুন বাংলায় বর্ষা ঢুকবে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে রাজ্যে প্রবেশ করবে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু। তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এর আগেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment