বাড়িতে বসে মাসিক ৬০,০০০ টাকা ইনকামের সুযোগ দিচ্ছে SBI, কিভাবে জেনে নিন | SBI Business Idea

দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য State Bank of India এর পক্ষ থেকে দুর্দান্ত এক সুসংবাদ রয়েছে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল গুলির মধ্যে অন্যতম হল State Bank of India। এই ব্যাঙ্কের পক্ষ থেকে দেশের নামসই যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে চালু করা হয়েছে এক নতুন কর্মমুখী স্কিম। দেশের ঘরে ঘরে প্রতিটি বেকার কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই SBI এই বিশেষ স্কিম চালু করেছে। যার মাধ্যমে আপনি বাড়িতে বসে কোনো পরিশ্রম ছাড়াই একটি সহজ কাজ করে প্রতি মাসে ৬০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে, এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ধার্য্য করা হয়নি। নাম সই যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরাই বিশেষ এই স্কিমের সুবিধা লাভ করতে পারবেন। 

     পূর্বে বহুবার দেশের সাধারণ মানুষের কল্যানার্থে বিভিন্ন ধরনের অধিক লাভজনক ডিপোজিট স্কিম, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম চালু করেছে SBI। আর এবারে আরও এক ধাপ এগিয়ে দেশের বেকার চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের দিশা দেখাতে SBI নিয়ে এসেছে এই দুর্দান্ত স্কিম। বর্তমানে আমাদের দেশে চাকরির যা হাল তাতে করে যতই ডিগ্ৰি থাকুক না কেন চাকরি পাওয়া খুবই দুষ্কর। তাই চাকরির আশা ছেড়ে দিয়ে আর এক মূহুর্তও সময় নষ্ট না করে চটপট এই স্কিমের আওতায় নাম লেখান। আর এই স্কিমের বিষয় খুঁটিনাটি তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 

     দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তার গ্ৰাহকদেরকে উন্নত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে অনবরত চেষ্টা করে চলেছে। আর সেই কারণেই এই ব্যাঙ্ক এতো জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি SBI সারা দেশব্যাপী ATM সম্প্রসারনের কাজ শুরু করেছে। আর সেই ATM গুলির ফ্রাঞ্চাইজি দেশের বেকার নাগরিকদের দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। সুতরাং SBI এর কাছ থেকে যদি আপনি এই ATM ফ্রাঞ্চাইজি গ্ৰহন করেন তাহলে তার মাধ্যমে আপনি অতি সহজে বাড়িতে থেকেই প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বার্ষিক ৭ লক্ষ ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য কিছু শর্ত রাখা হয়েছে। সেগুলি ঠিকঠাক মতো পূরণ করতে পারলে তবেই আপনি SBI এর কাছ থেকে এই ফ্রাঞ্চাইজি লাভ করতে পারবেন নচেৎ নয়। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM ফ্রাঞ্চাইজি গ্ৰহন করতে হলে কি কি শর্ত পালন করতে হবে?

এক্ষেত্রে যে সব শর্তগুলি পালন করতে হবে সেগুলি হল-

১) আবেদনকারী যে এলাকায় বসবাস করেন সেখানে তার নিজস্ব ৫০-৮০ বর্গফুট জমি থাকতে হবে।

২) ATM সেন্টারটি আবশ্যই গ্ৰাউন্ড ফ্লোর অর্থাৎ নীচ তলায় নির্মাণ করতে হবে। যাতে তা সকলের নজরে আসে। এবং তার ছাদ পাকা হতে হবে।

৩) ATM সেন্টারটি অন্য সব ATM সেন্টারের থেকে অন্তত পক্ষে ১০০ মিটার দূরত্বে নির্মাণ করতে হবে। 

৪) সেখানে কমকরে ১ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা থাকতে হবে।

৫) 24×7 বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।

৬) দৈনিক কমপক্ষে ৩০০ টি লেনদেন হতে হবে।

 কিভাবে আবেদন করতে হবে?

এই ATM ফ্রাঞ্চাইজি সাধারণত কয়েকটি বেসরকারি সংস্থা প্রদান করে থাকে। আর সেই সংস্থা গুলির নাম হল- Tata Indicash, Muthoot ATM ও India One ATM। সুতরাং ফ্রাঞ্চাইজি নিতে চাইলে আপনাকে এইসব কোম্পানি গুলির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Login করে আবেদন পত্র পূরণ করে ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন জানাতে হবে।

      উপরিউক্ত ফ্রাঞ্চাইজি প্রদানকারী বেসরকারি কোম্পানি গুলির ওয়েবসাইট গুলি হল-

Tata Indicash

www.indicash.co.in.

Muthoot ATM 

www.muthootatm.com

India One ATM

india1atm.in.

আবেদনের সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে?

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বসবাসকারী এলাকার প্রমান পত্র হিসেবে রেশন কার্ড।

২) সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।

৩) ইলেক্ট্রিসিটি বিল।

৪) ইনকাম সার্টিফিকেট।

৫) জি.এস.টি নম্বর।

৬) ব্যাঙ্কের  পাস বুকের প্রথম পাতা।

৭) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো।

কতদিনের মধ্যে আবেদন করতে হবে?

SBI এর কাছ থেকে ATM ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আপনারা যেদিন যখন খুশি আবেদন করতে পারবেন।


MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment