বিনা যোগ্যতায় রাজ্য জুড়ে ৪,৪১৪ টি গ্রুপ-ডি ও হোমগার্ড পদে কর্মী নিয়োগ | WB 4414 Group-D Recruitment 2023


নতুন বছরের শুরুতেই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের ঘোষণা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ৪,৪১৪ টি শূন্যপদে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত সফল হবেন তাদেরকে দৈনিক মোটা বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই আপনি চাকরি পেতে পারেন। কারন এখানে কোনো রকম পরীক্ষা নীরিক্ষা ছাড়াই শুধুমাত্র একটা সহজ ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সুতরাং আর দেরি না করে এই সুযোগকে  কাজে লাগিয়ে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন। আর আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

শূন্যপদের নাম ও বিবরণ:-

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় টেম্পুরারি হোম গার্ড (THG) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে ১৮০ দিনের কাজে অস্থায়ী পদে নিয়োগ করা হবে।

জায়গা গুলির নাম:-

পশ্চিমবঙ্গের যেসব জায়গা গুলোতে টেম্পুরারি হোম গার্ড পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি হল-

• Barrackpore PC

• Bidhannagar PC

• Howrah PC

• Hooghly Rural PD

• Chandannagar PC

• Barasat PD

• Jhargram

• Purba Bardhaman

• Purba Medinipur

• Paschim Medinipur

• Hooghly Rural

• ADPC

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

এখানে হোম গার্ড পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো রকম নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। আবেদনকারী যদি একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই তিনি নির্দ্বিধায় এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের দৈনিক ৫৬৫ টাকা করে বেতন দেওয়া হবে। 

আবেদন করার নিয়মাবলী:-

এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার কারন এখানে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হলে যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে একটি সাদা A4 সাইজ পেপার নিয়ে সেটিকে ১ ইঞ্চির মতো চারপাশ থেকে মুড়ে ফেলতে হবে।

২) তারপর আমাদের প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেখানে যে যে জায়গায় নিয়োগ করা হবে তার যে তালিকা দেওয়া রয়েছে সেটি ভালো করে দেখে নেবেন।

৩) এরপর সেই তালিকা অনুযায়ী আপনি যে জায়গার হয়ে আবেদন করতে চান সেই জায়গার হেড অর্থাৎ যদি Controller এর অধীনে থাকা থানায় চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আবেদন পত্রের শুরুতে উপরের বাম দিকে To The Controller Of Finance তারপর তার নীচে যে থানার হয়ে আবেদন করছেন সেই থানার নাম তারপর তার নীচে জেলার নাম লিখতে হবে।

৪) আর যদি Superintendent Of Police এর অধীনে থাকা থানায় চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আবেদন পত্রের শুরুতে উপরের বাম দিকে To The Superintendent Of Police তারপর তার নীচে যে থানার হয়ে আবেদন করছেন সেই থানার নাম তারপর তার নীচে সেই জেলার নাম লিখতে হবে।

৫) এরপর মাঝখানে Subject এর জায়গায় “Temporary Home Guard (THG) ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আবেদন” বলে লিখতে হবে।

৬) এরপর তার একটু নীচে একেবারে বাম দিকে To The Respected Sir/Madam লিখে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

৭) এরপর যা বলে লেখাটি শুরু করতে হবে তা হল, আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম) পিতা (এখানে আপনার পিতার নাম) ঠিকানা (এখানে আপনার স্থায়ী ঠিকানা) উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা।

(এখানে আপনি যে থানার হয়ে আবেদন করবেন সেই থানার নাম) থানায় Temporary Home Guard (THG) পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক। আমি (এখানে যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কাজে নিযুক্ত করা হবে সেই তারিখ দুটি) পর্যন্ত অর্থাৎ উপরিউক্ত দিন গুলিতে একনিষ্ঠ ও নিষ্ঠা পরায়ন ভাবে কাজ করতে ইচ্ছুক এবং ওই দিন গুলিতে যদি কোনো ভাবে অনুপস্থিত থাকি তাহলে আমার বেতন কেটে নিলে আমার কোনো আপত্তি নেই। এরপর paragraph change করে লিখতে হবে অতএব মহাশয়/মহাশয়া আপনি যদি আমাকে এই কাজের সুযোগ দেন তাহলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব। 

৮) এরপর আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স একসাথে করে একটা খামে ভরে আপনি অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া তালিকা অনুযায়ী যে জায়গার থানার অধীনে চাকরির জন্য আবেদন করতে চান সেই জায়গার থানায় গিয়ে জমা করে আসুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স।

৩) মাধ্যমিক থেকে শুরু করে কারোর যদি আরও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স।

৪) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের শেষ তারিখ:-

এখানে Temporary Home Guard (THG) পদে চাকরির জন্য আবেদন করার কোনো রুপ শেষ সময় সীমা এখনো পর্যন্ত জানা যায়নি। যারা আবেদন করতে চান তারা যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

4 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

5 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago