বিভিন্ন পরিবেশ আন্দোলন ! প্রাইমারি টেট পরীক্ষায় এখান থেকে কমন পাবেন ! WB Primary TET Priparation 2022

     বিভিন্ন পরিবেশ আন্দোলন


    চিপকো আন্দোলন

    • 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়ােয়াল জেলার মন্ডল গ্রাম গাছ কাটার বিরুদ্ধে এই অহিংস আন্দোলনটি হয়।
    • চিপকো’ কথার অর্থ হল – জড়িয়ে ধরা বা চেপে ধরা।
    • এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী সুন্দরলাল বহুগুণ।
    • এছাড়া এই আন্দোলনের সদস্যরা হলেন – চন্ডী প্রসদ ভাট, সরলা বেন, মিরা বেন প্রমূখ।
    •  এই আন্দোলনের স্লোগান ছিল, ‘What do the forest bear ? Soil, water and pure air



    অ্যাপিক্কো আন্দোলন

    • 1983 খ্রিস্টাব্দে কনটিকে সিরসী অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছিল।
    •  অ্যাপিক্কো শব্দের অর্থ- জড়িয়ে থাকা।
    • এই আন্দোলনের নেতৃত্ব দেন-পান্ডুরাও হেগড়ে। । 
    • এই আন্দোলনের স্লোগান ছিল- ‘Five Fs’ অর্থাৎ Food, Fodder, Fuel, Fibre, Fertilizer



    সাইলেন্ট ভ্যালি আন্দোলন


    • কেরালার পালঘাট জেলায় কান্ধীপূজা নদী উপত্যকায় জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তার জন্য 850 হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হবে। । এরই প্রতিবাদে এই আন্দোলন হয়।
    •  এই আন্দোলনটি করে কেল্পলার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা ও কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।
    • ভারতের প্রথম সংঘটিত ব্যাপক পরিবেশ আন্দোলন এটি।
    • 1983 সালে জলবিদ্যুৎ এর পরিকল্পনা পরিবর্তন করে এটি জাতীয় পার্ক এর মর্যাদা দেওয়া


    নর্মদা বাঁচাও আন্দোলন

    •  নর্মদা নদীতে সর্দার সরোবর ড্যাম আরাে বেশি উচু করার জন্য ছাড়পত্র পেয়েছিল।
    • এরই প্রতিবাদে মেধা পাটেকর, বাবা আমটে ও অরুন্ধতী রায় হলেন এই আন্দোলন করেন



    বালিয়াপাল আন্দোলন।

    • ভারত সরকার 1979 সালে উড়িষ্যার বালেশ্বর জেলার সমুদ্র উপকূলবর্তী বালিয়াপাল অঞ্চলে সামরিক ঘাঁটি (ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘাঁট) তৈরীর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল।



    মিট্ট বাঁচাও আন্দোলন

    • মধ্যপ্রদেশের হােসাঙ্গাবাদ জেলায় তাওয়া নদীতে 1977 সালে ড্যাম তৈরি হয় কৃষিকাজ জমিতে সেচের জল বাড়ানাের উদ্দেশ্যে।
    • কিন্তু সেচের জল বাড়ানাের ফলে মাটির উর্বশী কমে যায়।
    •  এই আন্দোলন ভারতে ব্ল্যাক কটন সয়েল এলাকার বড় সেচ প্রকল্পের ক্ষতিকারক দিক সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।


    ভারতের পরিবেশ আইন

    • বন্যপ্রাণী সুরক্ষা আইন, 1972
    • জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন, 1974
    • বন সংরক্ষণ আইন, 1980 
    • বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন, 1981 
    • পরিবেশ রক্ষা আইন, 1986 
    •  ভারতীয় বন আইন, 1927
    • তেজস্ক্রিয় রক্ষা আইন, 1971 
    •  কীটনাশক আইন, 1986



    মন্ট্রিল চুক্তি

    •  1987 সালের 16 সেপ্টেম্বর 11 টি দেশ মিলে কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তি স্বাক্ষরিত করে,
    • বলবৎ হয় 1989 সালের 1 জানুয়ারি থেকে।
    • CFC জাতীয় গ্যাসের ব্যাবহার 2000 সালের মধ্যে সম্পূর্ণ বন্ধ করতে হবে।
    •  মিথাইল ক্লোরােফর্ম ব্যাবহার 2005 এর মধ্যে বন্ধ করতে হবে।


    কিয়ােটো চুক্তি

    • 1997 সালের ডিসেম্বর মাসে জাপানের কিয়ােটো শহরে গ্রিন হাউস গ্যাস (GHGS) নিয়ন্ত্রণ করার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
    • আমেরিকা ও অস্ট্রেলিয়া এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছে।
    • এই চুক্তি কার্যকর হয়েছে 2005 সালের 15 ফেব্রুয়ারি থেকে। 

    Leave a Comment