বিরাট বড় দুঃসংবাদ সরকারি কর্মীদের! DA পাবেন না রাজ্য সরকারি কর্মীরা | WB Govt Job Employee DA Update

 

বকেয়া DA আদায়ের উদ্দেশ্যে রাজ্য সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টে করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২ রা ডিসেম্বরের শুনানির পর পরবর্তী সময় সূচী অনুযায়ী গতকাল অর্থাৎ ১৪ ই ডিসেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। সুতরাং সেই মতো কোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে রাজ্য কর্মী সংগঠনের নেতা শ্যামল মুখোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন এবং তাদের উকিল ফিরদৌস সামিম সঠিক সময় মতো সুপ্রিম কোর্টের যে এজলাসে এতদিন ধরে এই মামলার শুনানি হয়ে আসছে সেই এজলাসে উপস্থিত ছিলেন এবং মামলার শুনানি শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত সেদিন DA মামলার শুনানি হল না অর্থাৎ বাতিল করে দেওয়া হল। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন ঘটনা কেন ঘটল সেদিন?

      আদালত সূত্রে জানা গিয়েছে যে এতদিন পর্যন্ত এই DA মামলার পরিপ্রেক্ষিতে যে দু’জন বিচারপতির ডিভিশান বেঞ্চে শুনানি চলছিল তাদের একজনের নাম হল বিচারপতি হৃষিকেশ রায় এবং অপর জন হলেন দীনেশ মাহেশ্বরী। গতকাল এই দুজনের মধ্যে হৃষিকেশ রায় উপস্থিত থাকলেও অপর জন অর্থাৎ দীনেশ মাহেশ্বরী ডিভিশান বেঞ্চে অনুপস্থিত ছিলেন। আর সেই কারণেই হৃষিকেশ রায়কে মামলার শুনানির কাজে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্টের আরেক জন স্বনামধন্য বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা শুনতে রাজি হন। কিন্তু সব কিছু নিয়ম মেনে হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত গতকাল এই মামলার শুনানি হল না। 

       তবে এমনটা যে এমনি এমনি হয়েছে তা নয়। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে বলেই গতকাল এমন ঘটনা ঘটেছে। সেদিন এই মামলার ডিভিশান বেঞ্চে দীনেশ মাহেশ্বরীর জায়গায় দীপঙ্কর দত্ত নামে যে বিচারপতি ছিলেন তিনি আদালত চত্বরে রাজ্য কর্মী সংগঠনের হয়ে উপস্থিত থাকা লোকজনেদের আদালত সম্পর্কে করা কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য শুনে এতটাই রেগে যান যে তিনি সেই মূহুর্তে সেদিন এই DA মামলার শুনানি বাতিল করে দেন। এবং স্পষ্ট জানিয়ে দেন যে চলতি মাসে এই মামলা নিয়ে আর কোনো শুনানি হবে না। পরবর্তী শুনানি আবার জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে হবে। তার ফলে এর আগে অর্থাৎ গত ২ রা ডিসেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া শুনানির রায় অনুযায়ী আগামী নতুন বছরের ১ লা জানুয়ারি সরকারি কর্মীদের মোট বকেয়া DA এর মধ্যে আগের বছরের জানুয়ারি মাসের ৩% এবং চলতি বছরের জানুয়ারি মাসের ৩% মিলিয়ে মোট ৬% পেয়ে যাওয়ার যে কথা ছিল সেটা এখন আপাতত আর কোনো ভাবেই সম্ভব নয়। 

       যদিও রাজ্য সরকারি কর্মী সংগঠনের আইনজীবী ফিরদৌস সামিম এই ঘটনা প্রসঙ্গে বলেছেন যে গতকালের শুনানি বাতিল করা হলেও আগামী বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে যে শুনানি হবে সেই শুনানিতে এই মামলার পরিপ্রেক্ষিতে যে রায় দেওয়া হবে তা সকল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলেই আশা করা হচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসে না হলেও খুব শীঘ্রই রাজ্য সরকার তার অধীনস্থ সকল কর্মচারীর প্রাপ্য বকেয়া DA মিটিয়ে দেবে বলে তিনি আশা রাখছেন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment