বিরাট সুখবর! আবারও সরকারি কর্মীদের DA ও বেতন একসাথে বাড়তে চলেছে | WB Govt Job Employee

By bengalpravakar.com

Published on:

 

সুখবর সুখবর সুখবর! সরকারি কর্মীদের উদ্দেশ্যে ফের বিরাট বড়ো সুখবর। আগামী কয়েকদিনের মধ্যেই আবারও সরকারী কর্মীদের ডি.এ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে চলেছে। সবকিছু ঠিকঠাক মতো চললে আগামী জুলাই মাস থেকেই সরকারি কর্মীরা এই বর্ধিত ডি.এ বা মহার্ঘ্য ভাতা পাবেন বলে সরকার সূত্রে জানানো হয়েছে। আর এর ফলে সরকারি কর্মীদের বেতনের মাত্রা যে এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেভাবে প্রতিটি মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে সরকারের তরফে করা এই বেতন বৃদ্ধির ঘোষণা যে সরকারি কর্মীদের কাছে জীবনদায়ী অক্সিজেনের প্রতিমূর্তি হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

      বিগত দু’বছর যাবৎ করোনা মহামারীর জেরে আমাদের দেশের আর্থিক পরিস্থিতি ভয়ঙ্কর সংকটের মধ্যে থাকায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের পাওনা ডি.এ বা মহার্ঘ্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তাই বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে ২০২২-২৩ অর্থনৈতিক বছরের বাজেট পেশ হওয়ার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই তিন তিনটি খুশির খবর শুনিয়েছেন প্রধানমন্ত্রী।  আর সেগুলি হল- 

প্রথমত, ডি.এ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি।

দ্বিতীয়ত, ফিটমেন্ট ফ্যাক্টর বা AICPI বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কয়েকগুণ বেতন বৃদ্ধি ।

তৃতীয়ত, বকেয়া ১৮ মাসের পাওনা ডি.এ বা মহার্ঘ্য ভাতা একবারে সম্পূর্ণ ভাবে মিটিয়ে দেওয়া। 

   চলতি বছরের শুরুর দিকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই তিনটি সুসংবাদ জানানো হয়েছিল। এবং শুধু তাই নয় প্রতিশ্রুতি অনুযায়ী এই তিনটি খাতের দরুন পাওনা টাকা প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমাও করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

      ইতিমধ্যেই গত বছর অর্থাৎ ২০২২ এর সেপ্টেম্বর মাসে সপ্তম পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ৪% বৃদ্ধি করা হয়েছে। যার ফলে আগে যেখানে ষষ্ঠ পে কমিশন মাফিক কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ %  ডি.এ বা মহার্ঘ্য ভাতার সুবিধা ভোগ করছিলেন গত সেপ্টেম্বর মাস থেকে সপ্তম পে কমিশন চালু হওয়ার কারণে তা আরও ৪ % বেড়ে ৩৮% এ দাঁড়িয়েছে। ফলত বর্তমানে ৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৫২ লক্ষ পেনশন হোল্ডার এই বর্ধিত ডি.এ বা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন।

       কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বছরে দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি.এ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়। একবার জানুয়ারি মাসে এবং আরেকবার জুলাই মাসে। আর এ বছরের ঠিক তাই হবে। সরকার সূত্রে জানা গিয়েছে যে এই বছরেও আগামী জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি.এ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে চলেছে। আর সেইসঙ্গে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ফিটমেন্ট ফ্যাক্টর বা AICPI র পরিমাণ আরও কিছুটবা ড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পরিমাণ বৃদ্ধি করা হবে। যদিও ইতিমধ্যেই একবার মার্চ মাসে AICPI এর পরিমাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। 

     এর উপর আবার যদি ১ লা জুলাই মাসে এই ফিটমেন্ট ফ্যাক্টর বা AICPI এর পরিমাণ বাড়িয়ে বেতন বৃদ্ধি করা হয় তাহলে সকল সর্বনিম্ন বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীরা তাদের বর্তমানে পাওয়া বেতনের উপর ৭২০ টাকা করে এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীরা তাদের বর্তমানে পাওয়া বেতনের উপর ২২৭৬ টাকা করে অতিরিক্ত পাবেন। এরফলে যে সকল কর্মীরা বর্তমানে ১৮ হাজার টাকা করে বেতন পাচ্ছেন তাদের বেতনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৬ হাজারে। আর এক নিমিষে এই অধিক হারে বেতন বৃদ্ধির খবর শুনে প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মন যে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment