বিরাট সুখবর! রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ | WB DEO Recruitment 2022

সারা পশ্চিমবঙ্গের নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর জন্য আবারও সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু দিন ধরেই নানান ছোটো বড়ো দপ্তরে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর সেই সব গুলির সম্পর্কে আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি। আর আজ রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে প্রকাশিত হওয়া এমনই এক নিয়োগের বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি। আর তা হল রাজ্য সরকারের অধীনস্থ এক বিশেষ দপ্তরের পক্ষ থেকে কয়েক সংখ্যক শূন্যপদে মাসিক মোটা অংকের বেতনে কয়েক সংখ্যক  গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগের শূন্যপদের নাম, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। নিম্নে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-

পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত West Bengal Houseing Infrastructure Development Corporation Limited এর তরফ থেকে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র জমা নেওয়া থেকে শুরু করে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরোটাই পরিচালনা করবে West Bengal Houseing Infrastructure Development Corporation Limited(WBHIDCL)। এবং এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে হবে।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-

উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকাটাও অত্যন্ত জরুরি।

নির্ধারিত বয়সসীমা:-

এখানে Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/১২/২০২২ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

বেতনের পরিমাণ:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর শুরুতেই প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। পরে পারফরম্যান্স এর উপর ভিত্তি করে বেতন আরও বাড়ানো হবে।

আবেদন প্রক্রিয়া:-

West Bengal Houseing Infrastructure Development Corporation Limited(WBHIDCL) এর তরফ থেকে প্রকাশিত Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তা যেভাবে করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচের দিকে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিন।

২) এরপর ওই নোটিফিকেশন টিকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে পড়ুন।

৩) পড়ার পর যদি মনে হয় যে আপনি আবেদন করার যোগ্য বা আবেদন করতে ইচ্ছুক তাহলে একটি সাদা পরিস্কার পেপার নিয়ে সেটিকে সেটির চারপাশ মার্জিনের আকারে মুরে নিন।

৪) এরপর সেই পেপারে একে একে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি বায়োডাটার আকারে সাজিয়ে লিখে নিন।

৫) এরপর সেই বায়োডাটা আকারের ফর্মের একেবারে নীচে ডানপাশে একটি সিগনেচার করে দিন এবং উপরের দিকে ডানপাশে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিন ব্যাস তাহলেই আবেদন পত্র তৈরি।

৬) এরপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।

৭) সবকিছু হয়ে গেলে এই সব শুদ্ধু একসাথে খামে ভরে খামের মুখ ভালো করে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে পারলেই আপনার আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ঠিক কি পদ্ধতিতে চাকরিতে নিয়োগ করা হবে তাই এখনও পর্যন্ত দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়নি। পরে জানানো হলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

আবেদন শুরু ও শেষের তারিখ:-

West Bengal Houseing Infrastructure Development Corporation Limited(WBHIDCL) এর তরফ থেকে প্রকাশিত Data Entry Operator পদে চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া কিছুদিন আগে থেকেই অর্থাৎ ২১ শে ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১০ ই জানুয়ারি ২০২৩ পর্যন্ত। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- 

এখানে Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র স্পীড পোস্টের মাধ্যমে জমা দিয়ে হবে। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-

         To,

         The Joint Managing Director                       (Admin),WBHIDCO at ‘HIDCO

         BHABAN’,Premises No-35-1111,

         Biswa Bangla Sarani, 3rd Rotary,

         New Town, Kolkata-700156



OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment