সাধারণত IBPS নামক কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সারা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে যে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হয় তাতে কেবলমাত্র গ্ৰাজুয়েশান পাস যোগ্যতাতেই কর্মী নিয়োগ করা হয়। তাই কোনো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করার সুযোগ পান না। কিন্তু আজ আমরা এমন এক ব্যাঙ্কে চাকরির নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে গ্ৰাজুয়েশান পাস হওয়ার কোনো প্রয়োজন নেই নুন্যতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই আপনি এখানে চাকরি জন্য আবেদন করতে পারবেন। আর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এইটাই যে IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে যেমন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দুটোই নেওয়া হয় এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তাই এতো সহজে এতো কম যোগ্যতায় ব্যাঙ্কে চাকরি পাওয়ার এই সুযোগ হাতছাড়া না করে সারা দেশের যে কোনো জায়গার নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন করে ফেলুন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি বিষয় আলোচনা করা হল।
নিয়োগকারী ব্যাঙ্কের নাম ও শূন্যপদ গুলির নাম:-
ভারতের একটি বিখ্যাত প্রাইভেট ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কের তরফ থেকে বিভিন্ন গ্ৰুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• ক্লার্ক
• পি.ও
• ব্রাঞ্চ অপারেশানাল ম্যানেজার
• অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
• সেলস রিলেশানশিপ ম্যানেজার
• সিঙ্গেল উইনডো ক্লার্ক
• রিলেশানশিপ অফিসার
• সুইপার
• সিকিউরিটি গার্ড
• পিওন
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
ICICI ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন তারাও এখানে অনায়াসেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে যেহেতু এটি একটি সরকার অনুমোদিত ব্যাঙ্ক তাই সরকারি নিয়মানুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এই ব্যাঙ্কে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা শেষ পর্যন্ত সফল হবেন তাদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে পদ অনুযায়ী ২০,০০০ টাকা থেকে শুরু করে ৪৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
ICICI ব্যাঙ্ক এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির প্রত্যেকটিতে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
• প্রথমে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা আপনার মোবাইল বা ল্যাপটপের google search box এ ICICI Bank Careers লিখে search করতে হবে।
• এরপর নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট Open হলে সেখানে Apply now Option এ ক্লিক করতে হবে।
• এরপর একটি window open হবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
• রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
• এরপর এই ব্যাঙ্কে নিয়োগের অনলাইন আবেদন পত্রটি আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে এবং যে পদের জন্য আপনি আবেদন করতে চান সেই পদের মাথায় টিক চিহ্ন দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন ।
• এরপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে ফর্মের যে জায়গায় ফটো আপলোড করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে আপলোড করে দিন এবং সিগনেচার আপলোড করার জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি আগে থেকে সাদা কাগজে করে রাখা সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।
• সবশেষে আপনার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট ও অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে ফর্মের সঙ্গে Link করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
• আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা ।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের আবেদন পত্র সহ বাকি সব ডকুমেন্টস গুলি ভালো করে খতিয়ে দেখে তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
ICICI ব্যাঙ্ক এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র জমা নেওয়া ১৯/১০/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫/১/২০২৩ তারিখ পর্যন্ত। তাই যারা যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে চটপট আবেদন করে ফেলুন। আর আরও সব নতুন নতুন প্রকল্প বা চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।