ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকলেই এখানে আবেদন করতে পারবেন। চাকরি পাওয়ার বিরাট সুযোগ রয়েছে এখানে । এখানে গ্রুপ-ডি থেকে শুরু করে গ্রুপ সি সকল পোস্টে কর্মী নিয়োগ করা হবে । আপনি যদি পশ্চিমবঙ্গের তথা ভারতের যে কোনো স্থানের বাসিন্দা হয়ে থাকেন এবং এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো সেগুলো ভালো করে জেনে নিন।
পদের নাম: এখানে একই সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে বিভিন্ন পদ রয়েছে। পদের নাম গুলো নিচে আলোচনা করা হলো।
- ইঞ্জিন ড্রাইভার ৫
- সারং লাসকার ২
- ফায়ার ইঞ্জিন ড্রাইভার ৫
- ফায়ারম্যান ৫৩
- সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার ৯
- মোটর ট্রান্সপোর্ট ফিটার ৫
- স্টোর কীপার গ্রেড ২ ৩
- স্প্রে পেইন্টার ১
- মোটর ট্রান্সপোর্ট মেকানিক ১
- লাসকার ৫
- মাল্টি টাস্কিং স্টাফ ৩
- আনস্কিল্ড লেবার 2
শিক্ষাগত যোগ্যতা: এখানেইঞ্জিন ড্রাইভার, সারং লাসকার,ফায়ার ইঞ্জিন ড্রাইভার,ফায়ারম্যান,সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার ,স্প্রে পেইন্টার, মোটর ট্রান্সপোর্ট মেকানিক, লাসকার, মাল্টি টাস্কিং স্টাফ এই সমস্ত পদের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
স্টোর কীপার গ্রেড ২ পাট এর জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আনস্কিল্ড লেবার পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস ও সঙ্গে আইটিআই পাস হতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স বিভিন্ন পদ অনুযায়ী 18 থেকে 27/30 বছরের মধ্যে হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে বিভিন্ন পদ অনুযায়ী 18000/- টাকা থেকে 25500/- টাকার মধ্যে দেওয়া হবে।
আবেদন মূল্য: আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11 ডিসেম্বর থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 31 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে 31 ডিসেম্বরের আগেই আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলে সেখান থেকে আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি পেয়ে যাবেন।
MORE JOB NEWS: CLICK HERE