মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে প্রচুর গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগ | Group-D and Group-C Recruitment

 

আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সর্বভারতীয় এক সংস্থায় প্রচুর ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থেকেই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ভারতীয় আয়ুর্বেদ সংস্থায় ক্লার্ক , MTS ,স্টেনোগ্রাফার সহ আরো প্রচুর পদে । পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গার বাসিন্দা হলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে ভালো করে জেনে নিন।


MTS( মাল্টিটাস্কিং স্টাফ)


মোট শূন্যপদ:
এখানে মোট 11 টি শূন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।


বয়স:
আপনাকে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে আপনাকে প্রতি মাসে 18000/- টাকা থেকে 56900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।


বয়স:
আপনাকে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে আপনাকে প্রতি মাসে 19900/- টাকা থেকে 63200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে এক বছরের লাইব্রেরী সাইন্স সার্টিফিকেট থাকতে হবে।


বয়স
: আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে আপনাকে প্রতি মাসে 19900/- টাকা থেকে 63200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

জুনিয়ার স্টেনোগ্রাফার


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।


বয়স:
আপনাকে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে আপনাকে প্রতি মাসে 25000/- টাকা থেকে 81000/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

এছাড়াও আরও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নেবেন।

আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল নোটিফিকেশনটির নিচে আবেদন ফরম থাকবে সেটি ডাউনলোড করে ফিলাপ করে নিচের এই ঠিকানায় জমা দিতে হবে।


আবেদনের পত্র পাঠানোর ঠিকানা:
 Director, National Institute of Ayurveda, Jorawar Singh Gate, Amer Road, Jaipur,302002।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment