মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে HDFC ব্যাংকে 11 হাজারেরও বেশি কর্মী নিয়োগ | HDFC Bank Recruitment

 

HDFC ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস ও গ্রাজুয়েশন পাসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে প্রায় 11 হাজারেরও বেশি শূন্যপদ ফাঁকা রয়েছে। আপনি যদি একটি চাকরির খোঁজ করে থাকেন তাহলে HDFC ব্যাংক আপনাকে চাকরি করার বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ দিচ্ছে। আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জায়গার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন কোন পদে চাকরির জন্য নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি ও কিভাবে চাকরি পাবেন বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল । নিচে আবেদন করার লিংক দেওয়া আছে যেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।


পদের নাম:
  এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস এর বিভিন্ন ধরনের পদ রয়েছে সব মিলিয়ে প্রায় 11000+ শূন্য পদ ফাঁকা রয়েছে। এখানে যেসব পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  • Administration

  • Recovery officer

  • Relation manager

  • Expert officer

  • Network Engineer

  • Assistant Manager

  • branch manager

  • Business Development Manager

  • Clerk

  • Collection officer

  • Customer relationship manager

  • Analytics

  • Manager

  • Head of Operations

  • Prohibitory officer

  • Customer Service Executive

  • Finance and Accounting

  • General manager


শিক্ষাগত যোগ্যতা:
পদ অনুযায়ী আপনি মাধ্যমিক, বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


বয়স সীমা:
আপনি 18 বছরের বেশি হলেই এখানে চাকরি করার সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি: 

  • এখানে আবেদন করতে হলে প্রথমেই আপনাকে এইচডিএফসি ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ক্যারিয়ার(career) অপশনটি খুজে বের করতে হবে।
  • এরপর আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ইচ্ছে মত পোস্ট টি সিলেক্ট করবেন এবং তারপর নিচের দিকে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হবে সেটি ভাল করে পড়ুন এবং আপনি ক্লিক করুন।
  • আপনি যদি এইচডিএফসি ব্যাংকের নতুন আবেদন করে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে সঙ্গে আপনার Resume বা বায়ো ডাটা আপলোড করতে হবে এবং আপনি যদি আগে থেকেই এখানে অ্যাকাউন্ট বানিয়ে রাখেন তাহলে আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • আপনারা এই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন – https://www.hdfcbank.com.


নিয়োগ পদ্ধতি:
এখানে প্রথমে আপনাকে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে বা একটি লিখিত পরীক্ষা নিতে পারে। আপনি যদি ইন্টারভিউর সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। ট্রেনিং কমপ্লিট হওয়ার কিছুদিন পরেই আপনাকে চাকরির joining জন্য ডাকা হবে।

HDFC Bank Job Information: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment