পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে শুধুমাত্র মাধ্যমিক পাশের সরাসরি প্রচুর পরিমাণে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে এখানে মোট 38,926 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা সরাসরি ভারতীয় পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে এই চাকরীর সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে আবেদন চলবে 5 জুন 2022 তারিখ পর্যন্ত। 2022 এই প্রথম প্রথম পোস্ট অফিসের তরফ এ বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।
পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো – পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS)।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে সমস্ত চাকরিপ্রার্থী উচ্চ শিক্ষিত তারাও এখানে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় গণ্য হবে।
আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা পশ্চিমবঙ্গ পোস্ট অফিসের বা ভারতীয় পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি আবেদনের লিংক টি হল – https://indiapostgdsonline.gov.in
এখানে সরাসরি অনলাইনে আবেদনের সময় চাকরিপ্রার্থীদের নিজের পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আপলোড করতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাশের যাবতীয় তথ্য অনলাইনে আবেদনের সময় সাবমিট করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন চলবে 02/05/2022 তারিখ থেকে 05/06/2022 তারিখ পর্যন্ত।
আবেদনের সময় চাকরিপ্রার্থীদের যে সমস্ত তথ্য প্রয়োজন:
i) Name (In capital letter as per X class certificate Marks Memo including spaces)
ii) Father’s Name / Mother’s Name
iii) Mobile Number
iv) Email ID
v) Date of Birth
vi) Gender
vii) Community
viii) PwD – Type of Disability – (HH/OH/VH)- Percentage of disability (যদি থাকে তবেই নচেৎ এটার প্রয়োজন নেই)
ix) State in which Xth class passed
x) Language studied in Xth class
xi) Year of Passing Xth class
xii) Scanned Passport Photograph
xiii) Scanned Signature
মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 38,926 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিয়োগ করা হবে 1963 টি পদে।
বেতন: এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতিমাসে 10,000/- টাকা থেকে 12,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST শ্রেণি চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য: এখানে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে শুধু মাত্র 100 টাকা দিতে হবে। SC/ST/PWD চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে কোন রকম টাকা দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি চাকরিপ্রার্থীদের মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে ম্যারিডের উপর ভিত্তি করে লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের এখানে নিয়োগ করা হবে।
যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে দেখবেন। এছাড়া নিচের লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।