মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিডিও অফিসে গ্রুপ সি পদে ইন্টারভিউ দিয়েই চাকরি | WB BDO Office Group-C Job Recruitment 2022

 মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গের বিডিও অফিসে সরাসরি গ্রুপ সি পদে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিসে। শুধুমাত্র মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বাসিন্দারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এখানে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া খবরটি পড়লে জেনে নিতে পারবেন এবং সর্বশেষে অফিশিয়াল নোটিফিকেশন আছে যেটা ডাউনলোড করে ভালো করে পড়লে এই চাকরি সম্বন্ধে আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না।


পদের নাম:
মাধ্যমিক পাশে এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল – গ্রুপ সি (Clerical)।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। চাকরিপ্রার্থী উচ্চ শিক্ষিত হলেও এখানে আবেদন করার সুযোগ পাবেন তবে মাধ্যমিক যোগ্যতায় এখানে শুধুমাত্র গণ্য হবে। এছাড়াও চাকরিপ্রার্থীকে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 64 বছরের কম।


বেতন:
এখানে চাকরিপ্রার্থীকে প্রতি মাসে 10,000/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিনে ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউয়ের আগে আপনাকে একটি ফরম ফিলাপ করতে। ইন্টারভিউয়ের আগে আপনি যে ফর্ম ফিলাপ করবেন সেটি নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।


ইন্টারভিউয়ের স্থান:
আপনি যদি এখানে চাকরি করতে চান , তাহলে আপনাকে নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ দিনে উপস্থিত হতে হবে –
The Office Chamber Of ADM (Malda),Collectorate, Malda


ইন্টারভিউ এর তারিখ:
সরাসরি আপনাকে ইন্টারনেট দেওয়ার জন্য ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে 25.03.2022 তারিখে সকাল 11 টার মধ্যে।


ইন্টারভিউ দিনে যেয়ে সব ডকুমেন্টস নিয়ে যাবেন:
নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে এবং অরিজিনাল কপি ইন্টারভিউ দিন নিয়ে যাবেন-

1. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
2. মাধ্যমিকের এডমিট কার্ড
3. আধার কার্ড অথবা ভোটার কার্ড
4. PPO সার্টিফিকেট
5. পাসপোর্ট সাইজের রঙিন ফটো কফি

যেসব চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টা আগে ভালো করে পড়বেন।

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে – www.malda.gov.in

অফিশিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন

MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment