মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে সরকার সরাসরি ট্রেনিং করিয়ে চাকরি ও প্রচুর বেতন | WB 10 Pass Librarian Recruitment 2022

 

আপনি কি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর। মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ট্রেনিং করিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। ট্রেনিং চলাকালীন আপনাকে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে করানো হবে এমন কি আপনাকে ট্রেনিং চলাকালীন বেতন দেওয়া হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে এই সুখবরটি শুধুমাত্র আপনার জন্য। এখানে ছয় মাসের ট্রেনিং হবে এবং ট্রেনিং শেষে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবে সরকার। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে যেটি ভালো করে দেখে নেবেন।

নিয়োগ সংস্থা: এখানে যে সংস্থার তরফে কর্মী নিয়োগ করে সরাসরি ট্রেনিং করে চাকরির ব্যবস্থা করা হবে সেটি হল-Director of Library Services, West Bengal,


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী 17 ই মার্চ 2022 তারিখ পর্যন্ত।


এখানে যে পদে ট্রেনিং করানো হবে:
এখানে আপনাকে লাইব্রেরীও ইনফর্মেশন সাইন্স বিষয়ে ছয় মাসের ট্রেনিং করানো হবে।


ট্রেনিং শুরু হবে:
আগামী এপ্রিল মাস থেকে ট্রেনিং শুরু হবে আপনি যদি এখানে আবেদন করেন তাহলে আপনাকে ট্রেনিং এর বিবরণ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন এবং আপনি ফ্রেসার হন তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আপনি যদি ডেপুটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন।


আবেদনকারীর বয়স:
এখানে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে SC/ST চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি অফিশিয়াল নোটিফিকেশন টা ভালো করে পড়বেন। আবেদনের ফরম টি আপনারা নিচে পেয়ে যাবেন। আপনারা আবেদনপত্রটি 17.03.2022 তারিখের মধ্যে জমা করে দেবেন।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-

1.মাধ্যমিকের মার্কশীট, সার্টিফিকেট ও এডমিট কার্ডের জেরক্স

2. বসবাস পরিচয় পত্র বা ভোটার কার্ড /রেশন কার্ড /এক্সচেঞ্জ কার্ডের জেরক্স

3. কাস্ট সার্টিফিকেট এর জেরক্স (যদি থাকে)

4. আবেদনপত্রের সঙ্গে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ফটোকপি জমা দেবেন।


ডেপুটি ক্যান্ডিডেটদের জন্য নিচের দেওয়া ডকুমেন্টগুলো জমা দিতে হবে:

1) Recommendation letter of the concerned District Library Officer/ Assistant District Library Officer.

2) Original application of the incumbent.
3) Copy of the LLA’s recommendation.
4) Copy of the appointment letter of the incumbent.
5) Copy of the joining letter of the incumbent.
6) Any other relevant documents / information on the above matter.


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
আপনাদের উপরোক্ত আবেদনপত্রটির নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে-


Fresher এবং Outsider প্রার্থীদের জমা করার ঠিকানা:
 Principle, People’s (Janata) Govt. College, Banipur, North 24 Pgs, Pin- 743233


Deputed প্রার্থীদের জমা করার ঠিকানা : 
 Director, Directorate of Library Services, Bikash Bhavan, 9th Floor, North Block, Kolkata- 700091

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন এবং নিচের দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদনপত্রটি জমা করে দেবেন।

MORE JOB NEWS: CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

4 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

5 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago